বর্তমানে আমরা ইন্টারনেট ব্যবহার করতে এতটাই অভ্যস্ত যে, আমাদের দৈনিকের ইন্টারনেট খরচ ১.৫ বা ২ জিবিতে আটকে থাকেনা। আর সেই সমস্যারও মুশকিল আসান করেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও (Jio)। আজকে আমরা সংস্থার সেরকমই একটি প্ল্যানের ব্যাপারে বলবো যেখানে আপনি খুব কম খরচে দৈনিক ৩জিবি ডেটা পেয়ে যান।
আসলে এখন OTT এর যুগ। আর সেই কারণে মানুষ অনেকবেশী নির্ভর হয়ে পড়েছে মোবাইল ইন্টারনেটের ওপর। এবার আপনিও যদি সেই কারণে দৈনিকের হিসেবে বেশি পরিমাণ ডেটা চাইছেন তাহলে Jio আপনার জন্য খুবই উপকারী হবে। চলুন দেখি Jio কি অফার করছে।
Jio গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ৪১৯ টাকার একটি প্রিপেড প্ল্যান। যেখানে আপনি দৈনিক ৩জিবি ডেটা তো পাবেনই, সাথে মিলবে আনলিমিটেড কল এর সুবিধা।
২৮ দিন বৈধতা মিলবে ৪১৯ টাকার এই প্ল্যানে। তাই সারা মাসে আপনি মোট ৮৪ জিবি ডেটা উপভোগ করতে পারেন।
এছাড়া সেখানে রয়েছে প্রতিদিন ১০০ টি এসএমএস এর সুবিধা। এছাড়াও এর সাথে জিও এর সমস্ত অ্যাপস যেমন JioTv, JioCinema ইত্যাদির সুবিধা পেয়ে যাবেন।
তবে ৪১৯ টাকা ছাড়াও Jio দৈনিক ৩ জিবি ডেটার আরো কিছু প্ল্যান অফার করে যাদের মেয়াদ বেশি। প্ল্যানগুলির দাম হলো ৬০১ টাকা, ১১৯৯ টাকা এবং ৪১৯৯ টাকা।