১০০১ দিনের ফিক্সড ডিপোজিটে ৯.৫% সুদ! গ্রাহকদের জন্য দারুণ অফার এই ব্যঙ্কের

মুদ্রাস্ফীতি বৃদ্ধির সাথে সাথেই রেপো রেট বাড়িয়ে চলেছে আরবিআই (Reserve Bank of India)। এমন অবস্থায় রেপো রেট বাড়ানোর সুফল কুফল দুই’ই রয়েছে। যেমন ঋণ দিন দিন দামী হয়ে যাচ্ছে তেমনই ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

এই সময়টা বিনিয়োগের (Investment) জন্য একদম আদর্শ। আর আপনারা যারা বিনিয়োগ করতে চলেছেন তাদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। সম্প্রতি ইউনিটি ব্যাংক এক অবিশ্বাস্য অফার নিয়ে হাজির হয়েছে। এখানে স্থায়ী আমানত করলে দারুণ রিটার্ন পাবেন।

fd

ব্যাংকের তরফে জানানো হয়েছে যে, ৩৬৬ দিনের স্থায়ী আমানতের ওপর সধারণ গ্রাহকরা ৭.৮% সুদ পাবেন। প্রবীণ গ্রাহকরা পাবেন ৮.৩% সুদ। এছাড়া স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ করলে ৯.১% সুদ পাবেন আপনারা। ফলে এখানে বিনিয়োগ করলে দারুন রিটার্ন পাবেন আপনারা। ১০০১ দিনের জন্য ৯% সুদ পাবেন।

প্রসঙ্গত, ৭ থেকে ১৪ দিনের জন্যও এখানে FD করতে পারেন। বিভিন্ন মেয়াদে বিনিয়োগের জন্য সর্বনিম্ন ৪.৫% থেকে সর্বোচ্চ ৯% পর্যন্ত সুদ পাবেন আপনারা। প্রসঙ্গত সেভিংস অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের মাসে ৭% সুদ দিচ্ছে ব্যাংকটি। সেক্ষেত্রে শর্ত একটাই, ন্যূনতম ১ লক্ষ টাকা রাখতেই হবে অ্যাকাউন্টে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button