বর্তমান যুগে সবারই কাজের দরকার। এমনকি কেউ চাকরিরত থাকলেও সে নিজের জন্য একটি সাইড বিজনেস খুঁজছে, যাতে সে সহজেই মাস গেলে কিছু একটা রোজগার করতে পারে। করোনাকাল থেকে বিশ্বজুড়ে ওয়ার্ক ফর্ম হোম সিস্টেম চালু হয়েছে। আজ সেই ওয়ার্ক ফর্ম হোম নিয়েই আপনাদের একটি দারুণ আয়ের সুযোগ নিয়ে বলতে চলেছি।
ভারতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সংখ্যা যে বিপুল, তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্বের বড়বড় কোম্পানিগুলোর কাছে ভারতের এই বাজার আকর্ষণীয়। এর আগে টিকটক, ভিগো ভিডিও-র মতো অ্যাপ ভারতীয় বাজারে বিশাল জনপ্রিয়তা পেয়েছিল। তবে, চীনের সঙ্গে সংঘাতের কারণে সেগুলো ভারতে নিষিদ্ধ হয়ে যায়।
টিকটকের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপের কাজ ছিল মাত্র ৩০ সেকেন্ডের ভিডিও সংগ্রহ করে সেগুলো তাদের সার্ভারে ছাড়া। আর সেই ভিডিওগুলোর মাধ্যমে তারা যেমন আয় করত, পাশাপাশি সেই ভিডিওগুলো যারা বানাতেন তারাও বিপুল আয় করত। কিন্তু ভারত সেসব অ্যাপ ব্যান করার কারণে অনেকের আয় বন্ধ হয়ে যায়।
এবার সেই ৩০ সেকেন্ডের ভিডিও-র মাধ্যমে ব্যবহারকারীদের হাতে মোটা টাকা তুলে দেবে ফেসবুক। সম্প্রতি তাঁরা রিল ভিডিও করা ব্যবহারকারীদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। তবে, এই পরিষেবা এখনই ভারতে শুরু হচ্ছে না। তাঁরা পাইলট প্রোজেক্ট হিসেবে আমেরিকা, ব্রিটেন সহ কয়েকটি দেশে এই পরিষেবা চালু করছে। এরপর তারা ভারতীয় বাজারেও এই পরিষেবা চালু করবে। ভারতে এই পরিষেবা চালু হলেই শর্ট ভিডিও করা ফেসবুক ব্যবহারকারীরা মাস গেলে বিপুল উপার্জন করতে পারবেন।