২০২৩ বিশ্বকাপে (Cricket World Cup) টানা চতুর্থ পরাজয়ের মুখোমুখি হয়েছে পাকিস্তান (Pakistan)। একই সঙ্গে রোমাঞ্চকর ম্যাচে পঞ্চম জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এক উইকেটের ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে প্রোটিয়ারা। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৭০ রানে গুটিয়ে যায় টিম পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান অর্জন করে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার ওডিআই বিশ্বকাপের অন্যতম উত্তেজক ম্যাচের সাক্ষী থেকেছেন ক্রিকেট প্রেমীরা।
পাকিস্তানের (Pakistan national cricket team) কাছে পরাজয় ও দক্ষিণ আফ্রিকার জয়ে জয়ের ফলে চাপে পড়েছে টিম ইন্ডিয়া (India national cricket team)। প্রথম স্থান পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে ভারতীয় দল। দুই দলের পয়েন্ট (১০) সমান সমান হলেও নেট রান রেট পার্থক্য গড়ে দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট (+২.০৩২) খুবই ভালো। নিউজিল্যান্ড তৃতীয় এবং অস্ট্রেলিয়া চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা ও ষষ্ঠ স্থানে পাকিস্তান।
পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও নেদারল্যান্ডস বাকি সব ম্যাচ জিতলেও ১২ পয়েন্টে পৌঁছাতে পারবে না। অর্থাৎ এই দলগুলোর জন্য সেমিফাইনালে যাওয়ার রাস্তা পথ প্রায় বন্ধ হয়ে গিয়েছে বলা চলে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড নবম এবং নেদারল্যান্ডস দশম স্থানে রয়েছে। এখন সেমিফাইনালে যাওয়ার জন্য জন্য অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।
শুক্রবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার পক্ষে ৯১ রানের ইনিংস খেলেন এইডেন মার্করাম। তিনি ছাড়া দলের আর কোনো ব্যাটসম্যান বলার মতো রান করতে পারেননি। উসামা মীর ও শাহিন আফ্রিদি পাকিস্তানকে ম্যাচে ফেরানোর জন্য চেষ্টা করেছিলেন। তবে দিনটা পাকিস্তানের ছিল না। দক্ষিণ আফ্রিকার লোয়ার অর্ডারে থাকা ব্যাটসম্যানরা পাকিস্তানের মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নিয়ে গিয়েছেন।