কালীপুজোর আগে কি ফের একবার নামবে রাজের পারদ? এখন সকলের মুখে মুখে এই একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। নভেম্বর মাস পড়ে গেলেও ফের একবার নতুন করে গরমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে সাধারণ আমজনতার। দুর্গাপুজোর সময়ে কিছুটা আবহাওয়া মনোরম হলেও নভেম্বর শুরু হতেই আশঙ্কা যেন বদলে দুম করে ফের একবার বদলে গেল আবহাওয়া (Weather)। সেই যেন নতুন করে এপ্রিল মে মাসে স্মৃতি ফিরে এসেছে দরদর করে ঘামছেন মানুষজন।
বৃষ্টি হলেও মিলছে না কোনওরকম সুরাহা। যদিও বর্তমানে সকালের দিকে কিছুটা শীত শীত অনুভব থাকলেও বেলা বাড়তেই গলদঘর্ম অবস্থা হয়ে যাচ্ছে সকলের। তবে কিছুটা আসার কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর বলা হচ্ছে আগামী কাল সোমবার থেকেই আবহাওয়ার ব্যাপক গোলমাল করতে শুরু করবে মূলত কালীপুজোর আগেই শীতের বিশাল খেলা শুরু হবে বাংলা জুড়ে। ফলে আপনিও যদি গরমের জন্য মনমরা হয়ে গিয়ে থাকেন তাহলে আপনার জন্য মন ভালো করা খবর শুনিয়েছে আলিপুর মৌসম ভবন।
বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলা জুড়ে আজ রবিবার অবধি কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে শুরু করে উত্তরবঙ্গে (North Bengal) একের পর এক জেলায় আকাশ মেঘলা থাকবে সেই সঙ্গে দাপট দেখাবে বৃষ্টিও। কিন্তু আজ রাত থেকে অথবা সোমবার সকাল থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। মূলত এই বৃষ্টির পরেই হু হু করে নামতে শুরু করবে রাতের তাপমাত্রা বলে আশাবাদী আবহাওয়া বিজ্ঞানীরা।
আজ দুপুরের দিকে বা বিকালের পর পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তবে চিন্তা নেই আগামীকাল সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিন থেকেই আবহাওয়ার ব্যাপক রদবদল ঘুরতে চলেছে বৃষ্টি কমে যাবে সেই সঙ্গে উত্তর ও উত্তর ও পশ্চিমী হওয়া বইবে রাজ্যজুড়ে। ফলে এবার ছাতা দূর করে গরম জামা কাপড় বের করতে শুরু করে দিন। অর্থাৎ বলায় চলে কালী পুজোর আগে শীতের আমেজ নতুন করে বাংলায় ফিরতে চলেছে।