এই দিন থেকে হুহু করে নামবে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা! আবহাওয়ার বড় আপডেট

আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিন। এদিকে নভেম্বর মাস শেষ হতে চলল। যদিও জাঁকিয়ে শীত এখনো অবধি পড়েনি, ফলে বেজায় মন খারাপ রাজ্যবাসীর। কবে ভালোভাবে ঠান্ডা পড়বে বাংলায় (West Bengal) সেই নিয়ে উঠেছে প্রশ্ন। আজ সোমবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখতে পাচ্ছেন রাজ্যের মানুষজন।

   

winter 1

এদিকে একের পর এক উৎসবের জন্য ছুটি, বিশ্বকাপের ছন্দ কাটিয়ে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রীরা ফের একবার নতুন করে রাস্তায় নেমে পড়েছেন। তবে আজ বাংলার আবহাওয়া কেমন থাকবে সেই নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আজ আবহাওয়ার মতিগতি কেমন থাকবে সেই নিয়ে এবার বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর, যা শুনে আপনিও হয়তো চমকে যাবেন বৈকি।

আজ কি কোনো জেলায় বৃষ্টি হবে? এই প্রসঙ্গে এবার বড় দাবি করল আলিপুর মৌসম ভবন। সপ্তাহের প্রথম দিন দক্ষিণবঙ্গের (South Bengal) একের পর এক জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কোনোরকম বৃষ্টি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তরবঙ্গেও কোনওরকম বৃষ্টি হওয়ার ভ্রূকুটি নেই।

অন্যদিকে কলকাতার সর্বনিম্ন পারদও ২০ থেকে ২১ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে আজ। যদিও আগামী কয়েকদিনের মধ্যে কলকাতা শহর সহ রাজ্যের অন্যান্য জেলার পারদ এক ধাক্কায় আরও খানিকটা নেমে যেতে পারে বলে পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন।

winter 2

যদিও বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া জোড়া নিম্নচাপের দাপটে দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।