কয়েক লক্ষ কোটি টাকার মালিক হলেও মুকেশ আম্বানির বাড়িতে নেই AC! কারণ জানলে অবাক হবেন

মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) নিয়ে দেশের অন্দরে আলোচনার শেষ নেই। রিলায়েন্স ইন্ডাস্ট্রির (Reliance Industry) মালিকের বিলাসবহুল জীবন যাপন নিয়ে সবাই বেশ কৌতূহলী। বিশ্বের সবচেয়ে দামী বাড়ি ‘অ্যান্টিলিয়া’ (Antilia) তে থাকেন তিনি।
বিশ্বের সেরা ধনকুবেরদের তালিকায় নাম রয়েছে তার। তিনি যে বেশ বিলাসবহুল জীবনযাপন করবেন সে আর বলার অপেক্ষা রাখেনা। বিশেষ করে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির বিলাসবহুল জীবনের কাহিনী সবারই জানা। কিন্তু আপনি কি জানেন যে, মুকেশ আম্বানির বাড়িতে AC এর ব্যবস্থা নেই!
হ্যাঁ, এটা সত্যি। যেখানে সাধারণ মানুষের বাড়িতেও AC এর সুব্যবস্থা রয়েছে সেখানে আম্বানির বাড়িতে কিন্তু সেই আরাম নেই! কিন্তু তাহলে ব্যাপারটা কিরকম হলো! কীভাবে মুম্বাইয়ের অতিরিক্ত গরম সহ্য করেন মুকেশ আম্বনি?
আসলে আম্বানির বাড়িতে এমন ব্যবস্থা রয়েছে যে, বাড়ির দেওয়ালগুলোতে তাপ শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে। তাছাড়া প্রতিটি রুমের তাপমাত্রা বাড়ানো কমানো যায়। তাই খুব গরম পড়লেও বাড়ির ভিতরে সবসময়ই ঠান্ডা থাকে।
বাড়ির দেওয়ালে আধুনিক প্রযুক্তির ব্যবহার করায় বিদ্যুৎ কম খরচ হয়। এবং এসির বদলে এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে শরীরও বেশ ভালো থাকে। জানিয়ে রাখি ফোর্বস ম্যাগাজিন এটিকে ‘সেভেন ওয়াল্ড ট্রেড সেন্টার’-এর সঙ্গে তুলনা করেছে।