মাত্র কয়েকদিন আগের কথা লটারি (Lottery) জিতে রাতারাতি ভাগ্য পরিবর্তন হয় তার। কিন্ত কেরালার (Kerala) সেই অটোচালক এখন লটারি জেতার কারণে নিজের কপাল চাপড়াচ্ছেন! তার দুঃখ এই যে, কেন তিনি প্রথম পুরষ্কার পেলেন, দ্বিতীয় বা তৃতীয় পুরস্কার পেলে কী ক্ষতি হতো! কিন্তু ঠিক কেন? প্রথম পুরষ্কার জিতে কপাল চাপড়াচ্ছেন কেন?
কেরলের এই অটোচালকের নাম কে অনুপ। মাত্র কয়েকদিন আগে কথা, কড়কড়ে ৫০০ টাকা খরচ করে লটারি জেতেন তিনি। ফল বেরোতেই তো চক্ষু চড়কগাছ! একেবারে ২৫ কোটি টাকার প্রথম পুরষ্কার জিতে নেন তিনি! কিন্তু এবার সেই নিয়েই হাপিত্যেশ করছেন তিনি।
চলে যাচ্ছিলেন মালয়েশিয়া, সেজন্য ব্যাংক থেকে লোনও নেওয়া হয়ে গেছিল তার। কিন্তু শেষমেষ ভাগ্যের চাকা এমন ঘুরে যায় যে, একেবারে কোটিপতি হন তিনি। তাও যে সে কোটিপতি নয়, এক্কেবারে ২৫ কোটি টাকা পুরষ্কার পেয়ে যান! পুরষ্কার পেয়ে প্রথমে তো আনন্দে আত্মহারা হন তিনি। তিনি স্থির করে নেন নিজের ভবিষ্যত পরিকল্পনা।
কিন্তু সময় যত গড়িয়েছে, তার আনন্দ ততই যেন ফিকে হয়েছে! আর এখন তো রীতিমত কপাল চাপড়াছেন অনুপ। এদিকে প্রথম পুরষ্কার জিতলেও সেই টাকা হাতে পাননি তিনি। লটারি সংস্থার বক্তব্য টাকা আসতে আরো হপ্তা দুই লাগবে। কিন্তু এখন যেন সেই টাকা আর পুরষ্কার নয়, তার কাছে অপরাধ এর শামিল হয়ে দাঁড়িয়েছে!
প্রথম পুরষ্কার পেয়েছেন তিনি। কিন্তু ২৫ কোটি টাকার পুরোটা পাবেন না, হাতে আসবে ১৬ কোটি টাকা। কিন্তু সেটাও তো কম নয়! তাহলে কীসের এত কষ্ট তার? অনুপ জানান যে, “যে দিন টাকা জেতার খবর চাউর হয়েছে, সে দিন থেকেই বাড়িতে নানা লোকের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। এখন এমন পরিস্থিতি হয়েছে যে, বাড়িতেও ঢুকতে পারছি না। মেয়েটার সঙ্গে সময়ও কাটাতে পারছি না।”
এখন আর তিনি নিজের বাড়িতে থাকেন না। লটারি জেতার পর থেকে আত্মীয়দের বাড়িতেই থাকছেন তিনি। সেই নিয়ে অনুপ আরো জানান যে, “লটারি জেতার পরই আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম। সবাই অভিনন্দন জানাচ্ছেন, বিষয়টা বেশ উপভোগ করছিলাম। রাতারাতি যেন তারকা হয়ে উঠেছিলাম। কিন্তু সেই আনন্দই যে আতঙ্কে পরিণত হবে ভাবতে পারিনি। ইতিমধ্যেই অনেকে ফোনে টাকা দাবি করছেন। কেউ আবার পরামর্শ দিচ্ছেন এত টাকা দিয়ে কী কী করব।” আপাতত তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, টাকা পেলেই পরিবার সমেত বাইরে চলে যাবেন তিনি।