ভারতের জয়ের পরেও কেন জাতীয় পতাকা হাতে নিলেন না জয় শাহ! প্রকাশ্যে এল কারণ

পাকিস্তানকে (Pakistan) দুমড়ে মুচড়ে দিতে নিজেদের এশিয়া কাপ যাত্রা শুরু করেছে ভারত (India)। টান টান উত্তেজনার ছিল এই ম্যাচ। শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় ম্যাচের রেজাল্ট জানতে। এদিন ভারতকে ম্যাচ জেতানোর পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। ব্যাটে বলে কামাল করে দেখালেন তিনি।

শেষপর্যন্ত হার্দিকের একটি ৬ এর সাহায্যেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। তবে এদিন ভারত ম্যাচ জিতলেও এক নয়া বিতর্ক শুরু হয়। ভারত ম্যাচ জিতে নেওয়ার পর ভারতীয় পতাকা হাতে নিয়ে উদযাপনে আপত্তি করতে দেখা যায় বিসিসিআই (Board of Control for Cricket in India) সচিব জয় শাহকে (Jay Shah)। দেখা যায় পন্ডিয়ার ৬ মেরে ম্যাচ জেতানোর পর জাতীয় পতাকা হাতে তুলে দিতে চেয়েছিলেন একজন।

দেখা গেল শেষপর্যন্ত সেই পতাকা হাতে নিয়ে আপত্তি করেন জয় শাহ। ব্যাস আর যায় কোথায়। শুরু হয়ে যায় তীব্র আক্রমণ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে সবাই গালিগালাজ দিতেও ছাড়েনি। শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ার বাকযুদ্ধ। সারা ভারতেই আওয়াজ উঠতে থাকে যে, তাকে BCCI এর পদ থেকে বহিস্কার করতে। কিন্তু আসল ঘটনাটা কি?

এই বিষয়ে নানান গুণীর নানান মত। অনেকের তবে এদিন জয় শাহর জাতীয় পতাকা হাতে না নেওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। আসলে জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট। আর এদিন যেহেতু এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছিল তাই এদিনের ম্যাচে তিনি কোনও দলের পতাকা হতে নিলে পক্ষপাত করা হতো। আর যদি তিনি ভারতের জয়ের পর ভারতীয় পতাকা নিয়ে জয় উদযাপন করতেন তাহলে বিধি ভঙ্গ বলেই পরিগণিত হত।

তবে, অনেকের মতেই জয় শাহ জাতীয় পতাকা না নিয়ে গুরুতর অপরাধ করেছেন। আর এর জন্য তার মুণ্ডুপাতে ব্যস্ত এক শ্রেণির মানুষ। তবে, প্রোটোকল আর আবেগের মধ্যে জয় শাহ যে প্রোটোকলকেই বেছে নেবেন, সেটাও সবার কল্পনাতীত।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button