দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টিতে পণ্ড হলে টিম ইন্ডিয়ার সঙ্গে ফাইনালে কে? জানুন কী বলছে ICC

রাত থেকে কলকাতার (Kolkata) আকাশে মেঘ জমতে শুরু করেছে। ভোর থেকে আকাশের মুখ ভার। রাতারাতি বদলে গিয়েছে রাজ্যের অধিকাংশ জায়গায় আবহাওয়া। এই পরিস্থিতিতে রয়েছে বিশ্বকাপ-র (Cricket World Cup) দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা আগেই জানা গিয়েছিল। সত্যি যদি বৃষ্টি হয় এবং নির্ধারিত ওভার পর্যন্ত ম্যাচ সম্পন্ন না করা যায় তাহলে কী হবে, ফাইনালে কোন দল খেলবে ভারতের (India) বিরুদ্ধে?

   

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তাদের ষষ্ঠ শিরোপার দিকে এগিয়ে যেতে চাইবে, অন্য দিকে দক্ষিণ আফ্রিকা চাইবে চোকার্স তকমা সরিয়ে ফেলতে। কলকাতার ইডেন গার্ডেন্সে এই দুই দলের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ম্যাচগুলোতে ভারতের পিচের চরিত্র নিয়ে বিতর্ক থাকলেও বুধবার দলের সেমি-ফাইনাল ম্যাচের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, আইসিসির ওপর তার আস্থা রয়েছে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত এ বিষয়ে তাঁর দল কোনো সমস্যার সম্মুখীন হয়নি।

ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার সেমিফাইনালের জন্য প্রস্তাবিত পিচে বিশ্বকাপের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড ও পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচটি এই পিচে খেলা হয়েছিল। ইডেনের সব পিচই কালো মাটির তৈরি, যার ফলে বোলাররা বাড়তি বাউন্স পেয়ে থাকেন। এখানে বিগত কয়েকটি ম্যাচের প্রথম ইনিংসের গড় স্কোর ২৪০ রান। প্রথম ইনিংসে স্পিনাররা সাহায্য পাবেন বলে আশা করা হচ্ছে। তবে সন্ধ্যায় ফাস্ট বোলাররা লাভবান হতে পারেন। ডিউ ফ্যাক্টর কলকাতার মাঠে হয়তো থাকছে না।

এমন পরিস্থিতিতে অধিনায়ক টস জিতে তাড়া করতে চাইবেন। এখানে ম্যাচের শুরুতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৫ ডিগ্রিসেলসিয়াসের মধ্যে। তবে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৩০ থেকে ৬০ শতাংশ। আবহাওয়া দফতর জানিয়েছে, রাত সাড়ে আটটার দিকে বৃষ্টি হতে পারে।

eden

বৃষ্টি হলে ম্যাচটি হবে রিজার্ভ ডে-তে, মানে ১৭ নভেম্বর। বরং রিজার্ভ ডে-তে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির কারণে ম্যাচের ফলাফলের জন্য প্রয়োজনীয় ওভারও না পেলে বিশ্বকাপ ২০২৩ ক্রম তালিকার ওপরে থাকা দলকে ফাইনালে যাওয়ার টিকিট দেওয়া হবে। দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলে দ্বিতীয় এবং অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে রয়েছে। ফলে খেলা শেষ না হলে দক্ষিণ আফ্রিকা ফাইনালে চলে যাবে সরাসরি।