গোপনে প্রেম থেকে বিয়ে, তারপর ভেঙে যায় সংসার! রইল রচনা ব্যানার্জির প্রথম স্বামীর পরিচয়

বাংলার দিদি নাম্বার ওয়ান (Didi No. 1) যে রচনা ব্যানার্জি (Rachna Banerjee) সেই নিয়ে কারো মধ্যে সন্দেহের কোনো জায়গা নেই। বিশেষ করে যেভাবে একাই শোটিকে টেনে নিয়ে গিয়েছেন সেটা বেশ তারিফযোগ্য। বহু বছর ধরে এই দিদি নাম্বার ওয়ানের সাথে যুক্ত রয়েছেন তিনি। এদিকে স্বামীর সাথে থাকেননা তিনি। ছেলে প্রণীলকে নিয়ে আলাদা হয়ে গিয়েছেন তিনি।
প্রবালের সাথে সম্পর্কে যাওয়ার আগে আরেকজনকে মন দিয়ে ফেলেছিলেন রচনা। প্রবাল বসু নাকি আসলে রচনার দ্বীতিয় বিবাহ। প্রেম করে বিয়ে করলেও সংসার করতে পারেননি তিনি। কিন্তু তিনি কে জনেন? সেই নায়িক হলেন ওড়িয়া ছবির জগতের সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্র।
আসলে কেরিয়ারের শুরুর দিকে শুধু বাংলা নয়, ওড়িয়া ইন্ডাস্ট্রিতেও ভালই নাম কামান রচনা। সাফল্য আসে দুই ইন্ডাস্ট্রিতেই। সেইসময় সিদ্ধান্ত এবং রচনা জুটি একেরপর এক হিট সিনেমা দিয়ে যাচ্ছে। আর তখনই তারা একে অপরের প্রেমে পড়েন। এমনকি গোপনে নাকি বিয়েও করে ফেলেন।
কিন্তু সিদ্ধান্তের পরিবারের তরফে নাকি এই বিয়েকে কখনোই মান্যতা দেওয়া হয়নি। তাই বিয়ে করলেও রচনারও সংসার করা হয়ে ওঠেনি তার সাথে। আর তার ফলাফল স্বরূপ অল্প কিছুদিনের মধ্যেই বিয়ে ভেঙে যায় রচনার। ওড়িয়া ছবির জগৎকে বিদায় জানিয়ে তখন তিনি পুরোপুরি বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরে আসেন।
এদিকে সেইসময় প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিও ভাঙনের মুখে। আর তারই বাংলা ছবির জগৎ আবিষ্কার করে রচনা-প্রসেনজিৎ জুটিকে। সেই জুটিও দারুণ সুপারহিট হয়। এরপর বিয়ে করেন প্রবাল বসুকে, কিন্তু সেই বিয়েও টেকেনি বেশীদিন।