একদম নয়া ভূমিকায় দেখা যাবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। অভিনেতার আসন্ন সিনেমা ‘কাবুলিওয়ালা’-কে (Kabuliwala) ঘিরে ইতিমধ্যে সিনে প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। এই সিনেমার গল্প আফগানিস্তানের একজন মহাজন, ফল বিক্রেতা এবং একটি ছোট্ট মেয়ের মধ্যে এক মিষ্টি সম্পর্কের উপর ভিত্তি করে নির্মিত। যত সময় এগোচ্ছে ততই এই সিনেমার কাস্টিংকে ঘিরে নতুন নতুন চমক সকলের সামনে তুলে ধরছেন নির্মাতারা।
এবারও তার ব্যতিক্রম ঘটল না। সম্প্রতি শেষ হয়েছে জি বাংলার (Zee Bangla) বিখ্যাত টিভি শো ‘মিঠাই’ (Mithai)। আর এই মিঠাইতে অভিনয় করে খুদে শিল্পী হিসেবে যথেষ্ট নজর কেড়েছিলেন শিশুশিল্পী অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। ইতিমধ্যে এই সিরিয়ালের মূল অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু দেবের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন। এবার অনুমেঘার কপালও রীতিমতো খুলে গেল।
এবার তাঁকে দেখা যাবে কাবুলিওয়ালা সিনেমায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করতে। উল্লেখ্য, পরিচালক সুমন ঘোষের হাত ধরে নতুন করে ফিরছে ‘কাবুলিওয়ালা’। আর এই কাবুলিওয়ালার অন্যতম মূল চরিত্র মিনির চরিত্রে অভিনয় করবেন অনুমেঘা। তাঁর বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন যথাক্রমে সোহিনী সরকার ও আবির চট্টোপাধ্যায়।
এছাড়া এই ছবির প্রযোজনা করছে SVF ও Zee স্টুডিওজ। সম্প্রতি এক অনুষ্ঠানে এই সিনেমায় নিজের চরিত্র নিয়ে মুখ খোলেন মিঠুন। তিনি জানান, “হ্যাঁ, আমি কাবুলিওয়ালা ছবিতে রহমতের চরিত্রে অভিনয় করব, যা রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) অমর করে রেখেছেন। আমি এই বিষয়ে নোট তৈরি করতে শুরু করেছি এবং মানসিকভাবে প্রস্তুতি নিতেও শুরু করে দিয়েছি।“
বাংলা ভাষায় মিঠুনের সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি হল ‘প্রজাপতি’। এই সিনেমা যথেষ্ট দর্শক মহলে বাহবা কুড়িয়েছে। এদিকে কাবুলিওয়ালা চরিত্রে মিঠুন চক্রবর্তী কেমন অভিনয় করেন সেদিকে তাকিয়ে রয়েছেন সিনে প্রেমীরা। কাবুলিওয়ালার গল্পের কথা বলতে গেলে, একজন আফগান ব্যক্তি কলকাতার রাস্তায় শুকনো ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এরপর তার বন্ধুত্ব হয় পাঁচ বছরের মেয়ে মিনির সঙ্গে।