রতন টাটাকে তো চেনেন, জানেন ওনার পরিবারে আর কে কে আছেন? চিনে নিন সবাইকে

ভারতীয়দের কাছে এক আদর্শ ব্যক্তি রতন টাটা (Ratan Tata)। যদিও নিজের পরিবার নিয়ে তেমন কিছু বলতে চাননা টাটা গ্রুপের (Tata Group) কর্ণধার। কিন্তু আপনি কী জানেন তার পরিবারের সদস্যদের সম্পর্কে? চলুন আজ আমরা সেকথাই জানাবো আপনাদের।
- সাইমন নেভাল টাটা : সাইমন নেভাল টাটা হলেন রতন টাটার সৎ মা এবং নেভাল টাটার দ্বিতীয় স্ত্রী। 1961 সালে ল্যাকমে লিমিটেডের বোর্ডে যোগদান করেন এবং 1964 সালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের পদে আসীন হন।
- জিমি টাটা : কয়েকদিন আগেই এনার সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম আমরা। জিমি টাটা মুম্বাইয়ের কোলাবায় একটি 2 BHK ফ্ল্যাটে থাকেন। খুবই সাধারণ জীবনযাপন করেন তিনি। দাদার মতো তিনিও বিয়ে করেননি।
- নোয়েল টাটা : নোয়েল টাটা হলেন নেভাল টাটা এবং সাইমন টাটার ছেলে। আসলে রতন টাটা এবং নোয়েল টাটা হলেন গিয়ে সৎ ভাই। পরবর্তী সময়ে নোয়েল আইরিশ নাগরিকত্ব গ্রহণ করে সেদেশেই পাড়ি দেন।
- মায়া টাটা : নোয়েল টাটার ছোট মেয়ে মায়া টাটা। টাটা ডিজিটালে কাজ করেন তিনি। এর আগে টাটা সুযোগ তহবিলে কাজ করেছিলেন তিনি। সেখানে বিনিয়োগকারীদের সাথে সম্পর্ক এবং পোর্টফোলিও পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাকে।