উত্তম কুমারের নায়িকা, হতে পারতেন মহানায়িকাও! কিন্তু হঠাৎ কোথায় হারিয়ে গেলেন আরতি ভট্টাচার্য্য?

একটাসময় ইন্ডাস্ট্রিকে যারা দু’হাত ভরে দিয়েছেন তাদের অনেকেই হয়তো আর ইহজগতে নেই। তারমধ্যে কিছু কিছু ব্যক্তিত্ব এমনও আছেন যারা জীবনের শেষদিন পর্যন্ত কাজ করে গেছেন। এক কথায় বলতে গেলে নিজেদের ইন্ডাস্ট্রিই ছিলো তাদের জীবন। আবার এমনও অনেক নাম আছে যারা কেরিয়ারের মাঝ পথেই রাস্তা বদলে বিদায় জানিয়েছেন লাইট ক্যামেরার দুনিয়াকে। আর এমনই একটা নাম হলো আরতি ভট্টাচার্য্য (Arati Bhattacharya)।

বর্তমান প্রজন্মের কাছে হয়তো এই নামটা একটু নতুন, তবে যারা পুরোনো দিনের ছবি দেখতে অভ্যস্ত তারা খুব ভালোভাবেই চিনে থাকবে আরতি ভট্টাচার্য্যকে। একটাসময় টলিউডে ব্যাপক নাম কুড়িয়েছিলেন তিনি। যদিও জামশেদ পুরের এই মেয়ের স্বপ্ন ছিলো ডাক্তার হওয়ার তবে ভাগ্যের ফেরে এসে পড়লেন টলিউডে।

ছোটোবেলায় বাকিদের মতো তিনিও ড্রামা কম্পিটিশনে অংশগ্রহণ করতেন। কখোনোই নিরাশ করতেন না অভিভাবকদের। প্রতিটি প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ যেন তার জন্যই নির্ধারিত। অভিনয়ের প্রশংসা আর সকলের উৎসাহের সৌজন্যে তার মনেও অভিনয়ের আগ্রহ জাগে।

সিনে দুনিয়ার হাতছানিতে সাড়া দিয়ে মাঝপথেই ছেড়ে দেন পড়াশোনা। মায়ের সাথে চলে আসেন চুঁচুড়ায়। হিন্দি ইংরেজি দুটো ভাষাতেই দারুণ দখল থাকায় বলিউডে চান্স পেতে বিশেষ অসুবিধা হয়নি। তবে কাজ জোটাতে বেগ পেতে হয়েছিলো বাংলা ইন্ডাস্ট্রিতে। বহু চেষ্টার পর সাল ১৯৭২-এ প্রথম বাংলা ছবিতে কাজ পান তিনি। এরপর ১৯৭২ থেকে ১৯৮২ সাল পর্যন্ত একটানা ১০ বছর তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।

কাজ করেছেন উত্তম কুমার (Uttam Kumar) এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) মতো কিংবদন্তি তারকাদের সঙ্গেও। ‘স্ত্রী’ ছবিতে নায়িকার চরিত্রে দেখি গিয়েছিলো তাকে। ‘পিকনিক’, ‘আমি সে ও সখা’, ‘জাল সন্ন্যাসী’, ‘জব চার্ণকের বিবি’, ‘নিশান’, ‘অসাধারণ’, ‘আনন্দমেলা’, ‘প্রেয়সী’, ‘নন্দিতা’ ইত্যাদি বিভিন্ন ছবিতে আরতি ছিলেন নায়িকা। উত্তম-সৌমিত্রের পাশাপাশি সমিত ভঞ্জ, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিকের বিপরীতে দাপটের সঙ্গে অভিনয় করেও কেন হারিয়ে গেলেন এই অভিনেত্রী?

1663044949 arati bhattacharya 1

আসলে ১৯৮২ সালে ভোজপুরি নায়ক কুনাল সিং-এর সাথে সাতপাকে বাঁধা পড়েন আরতি। বিয়ের পর হঠাৎ করেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর থেকে আর কখোনোই পর্দায় দেখা যায়নি তাকে। বিয়ের পর মূলত লেখালেখিতেই সময় কেটেছে তার। ঠিক কী কারণে অভিনয় চেয়েছিলেন তা না জানা গেলেও টলিউড যে এক প্রতিভাকে হারিয়েছিলো তা বলাই বাহুল্য।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button