খলনায়ক হয়ে পান দর্শকদের অভিশাপ, শেষ বয়সে মনোজ মিত্রর করুণ অবস্থা চোখে জল আনবে

টলি ইন্ডাস্ট্রিতে যদি কিছুজন প্রবাদপ্রতিম অভিনেতার নাম করতে হয় তাহলে সেখানে নাম আসবে মনোজ মিত্রের (Manoj Mitra)। সিরিয়াল থেকে শর্ট ফিল্ম অথবা সিনেমা, দূর্দান্ত অভিনয়ের কারণে সবদিনই জনপ্রিয় হয়ে থাকবেন তিনি। সাবলীল অভিনয়ের কারণে সর্বদাই জনপ্রিয় হয়ে রয়েছেন তিনি।

এখন অবশ্য তাকে আর সেভাবে দেখা যায়না। বলা চলে তার উপস্থিতি কিছুটা যেন মিস করেন দর্শকরা। বর্তমানে অভিনেতার বয়স হয়েছে ৮৪ বৎসর। কিন্তু এই বয়সে এসে বিরাট হেনস্থার মুখে পড়তে হয় তাকে। আর শেষ বয়সে যেভাবে দিন কাটাচ্ছেন তিনি জানলে আপনার চোখেও জল আসবে।

জানিয়ে রাখি মনোজ মিত্র শুধুই একজন অভিনেতা ছিলেন না। তিনি ছিলেন নাট্য শিল্পী এবং প্রখ্যাত নাট্যকার। নাটকের মঞ্চ হোক কি সিনেমা সমস্ত জায়গাতেই দূর্দান্ত অভিনয় করেছেন তিনি। খলনায়ক হিসেবেও তার অভিনয় মানুষের মধ্যে বেশ দাগ কাটে। কিন্তু তাকেই চরম হেনস্থার স্বীকার হতে হয়েছিল।

monoj mitra 1 1264x720

ঘটনাটি ঘটে গত ২০১৮ সালে। তখন আদালতের নির্দেশে যতীন দাস রোডের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তার সমস্ত জিনিসপত্র। ৬০ বছর ধরে সেখানেই বাস করেন মনোজ মিত্র। সেখানেই নাটকের রিহার্সাল করেন তিনি। অভিযোগ, দীর্ঘদিন ভাড়া না দিয়ে দখল করে রাখেন সেই ঘর।

এরপর আদালতের দোরগোড়া পর্যন্ত ছুটতে হয় তাকে। আদালতের নির্দেশে ঘর খালি করেতে হয় তাকে। কিন্তু অভিনয় বন্ধ করলেও লেখালেখি চালিয়ে যাচ্ছেন তিনি। অভিনয় করতেও চান তিনি। কদিন আগেই এক সাক্ষাৎকারে মনোজ মিত্র জানান, যদি কারও মনে হয় তাকে নিলে লাভ হতে পারে তাহলে তিনি আবার অভিনয় করতে রাজি আছেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button