‘জাঙ্গিয়া পর্যন্ত বিক্রি হয়ে যাবে পরিচালকের” তিন খানকে এক সিনেমায় নেওয়া নিয়ে বলেছিলেন শাহরুখ

বক্স অফিসের দুই বিখ্যাত খান শাহরুখ (Shah Rukh Khan) এবং সলমন (Salman Khan) একে অপরের সাথে অনেক কাজ করলেও পর্দায় আমিরের (Aamir Khan) সাথে কখনো একসাথে দেখা যায়নি তাদের। তিন খানকে একফ্রেমে দেখার ইচ্ছে রয়েছে বহু মানুষেরই। ইতিমধ্যেই অনেক ফ্যানই এই বিষয়ে আবেদনও জানিয়েছেন তাদের কাছে।

এই তিন খান যেভাবে ইন্ডাস্ট্রিতে নিজেদের কব্জা বজায় রেখেছে তাতে করে তিনজনকে একসাথে দেখার কৌতুহল অস্বাভাবিক কিছু নয়। শাহরুখ-সলমন-আমির এই তিন খানকে কি সত্যিই একফ্রেমে দেখতে পাওয়া সম্ভব? বলিউডপ্রেমীদের মনে এই প্রশ্ন একবার হলেও উঁকি দিয়েছে, হয়তো আজও দেয়। তবে এখনও পর্যন্ত ভক্তকুল এই ভাবনা মনের মধ্যে রাখতেই বাধ্য হয়েছে।

তিন খান একত্রে বলিউডে রাজত্ব কায়েম করেছেন এতে অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে যতই জনপ্রিয়তা বেড়েছে ততই কমেছে তিন জনের একসাথে কাজ করার সম্ভাবনা। আর এই প্রসঙ্গেই শাহরুখকে প্রশ্ন করা হলে তিনি এমন উত্তর দেন যা শুনে নিরাশ তো বটেই ক্ষুব্ধও হন দর্শকরা।

আসলে সাল ২০১৩ তে এক ইন্টারভিউতে শাহরুখকে প্রশ্ন করা হয় যে, তাকে, সলমন আর আমিরের সাথে কোনো ছবিতে কাজ করতে দেখা যাবে কি না? তিন খানের একত্রে ছবি করার সম্ভাবনা নিজের তিনি বেশ দম্ভের সাথে বলেন, “সামর্থ্য থাকলে অফার দিন। তিন জনকে সাইন করাতে করাতে গেঞ্জি, জাঙ্গিয়াও বিক্রি করতে হবে”।

শুধু এখানেই শেষ নয়, অহঙ্কারের ঝলক নজর আসে তার পরের বক্তব্যেও। তিনি বলেন, “প্রযোজক পরিচালক অফার করলেই ছবি তৈরি হয়। তাই কাউকে এই কাজটি করতে হবে। তিন খানের সবাই এই গল্পটি শুনবেন এবং তারপরে তিনজনেরই এটি পছন্দ করলে তবেই ছবি হবে। কিন্তু কেউ যদি এমন একটা ফিল্ম বানাতে পারে, আমাদের পারিশ্রমিক দিতে পারে এবং আমাদের বহন করতে পারে, তাহলে সেটা হতেই পারে”।

aamir salman shah rukh 3

উল্লেখ্য, আন্দাজ আপনা আপনা ছবিতে কাজ করেছেন আমির ও সলমন। অন্যদিকে করণ অর্জুন, কুছ কুছ হোতা হ্যায় এবং হাম তুমহারে হ্যায় সনম-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ ও সলমন। তবে সাম্প্রতিক পরিস্থিতি দেখলে তিনজনের কারো স্টারডমই আর বক্স অফিসে কাজে আসছেনা। আমির খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিং চাড্ডা’র তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। নির্মাণ খরচটাও ওঠাতে হিমশিম খাচ্ছেন নির্মাতারা। এমতাবস্থায় এতো অহঙ্কার কিসের? সেই প্রশ্ন তুলেছে নেটিজনরা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button