দীর্ঘদিনের দাবি পূরণ, এবার Whatsapp-এ যোগ হল এই দুর্দান্ত ফিচার! বদলে যাবে অভিজ্ঞতা

মেসেজিং প্ল্যাটফর্মের হিসেবে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ (WhatsApp) বিশ্বের লিডিং প্ল্যাটফর্ম। সময়ে সময়ে WhatsApp বিভিন্ন নতুন ফিচার (New Features) যোগ করতে থাকে। এগুলোর মধ্যে এমন কিছু সুবিধা রয়েছে যা নিয়ে বহুদিন ধরেই সবার মধ্যে ক্ষোভ ছিল। কিন্তু ধীরে ধীরে সেইসমস্ত ফিচার নিয়ে হাজির হয়েছে WhatsApp।
প্রতিনিয়ত কয়েক লক্ষ ব্যবহারকারী Whatsapp ব্যাবহার করছেন। প্রয়োজনে অপ্রয়োজনে WhatsApp আমাদের ভরসার এক অন্যতম বিখ্যাত স্থান। এদিকে হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময়, আমরা ভুল করে অন্য কাওকে বার্তা পাঠিয়ে ফেলি। ভুল ধরা পড়ার সাথে সাথেই, আমরা সেই মেসেজ সবার জন্য ডিলিট করে দিই।
কিন্তু এই অপশন অতটা বেশি সুবিধাজনক নয়। কারণ WhatsApp এ ঢুকলেই ম্যাসেজের প্রাপক সেবিষয়ে ওয়াকিবহাল হন। কিন্তু এবার নতুন ফিচার যোগ হওয়ার কারণে ব্যবহারকারীরা ভুলবশত সেন্ড হয়ে যাওয়া মেসেজটিকেও ‘আনডু’ অর্থাৎ ডিলিট করে দিতে পারবেন। এই শুনে অনেকেই বেশ খুশি হয়েছেন।
হোয়াটসঅ্যাপ তাদের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে এই নতুন পরিষেবার সম্পর্কে জানিয়েছে। কোম্পানির তরফে এও জানানো হয়েছে যে, ৫ সেকেন্ডের মধ্যে ম্যাসেজ গুলোকে মুছে ফেলার জন্য ‘Undo’ অপশন পেয়ে যাবেন। আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয় ক্ষেত্রেই এই পরিষেবা শুরু করবে সংস্থাটি।
প্রসঙ্গত, শুরু থেকেই হোয়াটসঅ্যাপে ম্যাসেজগুলো ‘ডিলিট’ করার সুবিধাও থাকেনি। গত ২০১৭ সালে গ্রাহকদের দাবিতে যোগ করা হয় এই নতুন সুবিধা। প্রত্যেক গ্রাহক ৭ মিনিট সময় পেতেন ম্যাসেজ ডিলিট করার জন্য। যদিও বর্তমানে সেই সময় বাড়িয়ে ৬০ ঘণ্টা করা হয়েছে।
প্রসঙ্গত জানিয়ে রাখি যে, উপরোক্ত সুবিধা ছাড়া আরেক অতি গুরুত্বপূর্ণ ফিচার নিয়েও কাজ করছে WhatsApp। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অদৃশ্য হয়ে যাওয়া মেসেজ সেভ করার বিকল্প পাবেন এবার থেকে। এর ফলে কেও ম্যাসেজ ডিলিট করে দিলেও আপনার কাছে সেভ হয়ে থেকে যাবে সেটি। আপাতত অ্যান্ড্রয়েড মোবাইলে এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে WhatsApp। শীঘ্রই বিটা লঞ্চও করবে সংস্থাটি।