জিতের সঙ্গে গভীর সম্পর্ক ছিল কোয়েলের, কী কারণে এক হল না এই হিট জুটি

টলিউডের সবচেয়ে হিট জুটির কথা বললে তালিকায় নাম আসবে জিৎ (Jeet) আর কোয়েল মল্লিকের (Koel Mallick)। তারা দুজনে একে অপরের পরিপূরক হয়ে দাঁড়ান ইন্ডাস্ট্রিতে। কোয়েল মল্লিক স্টার কিড হলেও ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে তাকেও বেশ স্ট্রাগল করতে হয়। আর অন্যদিকে জিৎ দারুণ স্ট্রাগল করে আসেন অভিনয়ে।

জিতের ছবিতেই অভিনয় করেন কোয়েল। যদিও সাথী ছবিতে অভিনয় করার কথা ছিল তার, কিন্তু রঞ্জিত মল্লিক বেঁকে বসার কারণে ‘নাটের গুরু’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। আর তারপর থেকে টলিউডে এই জুটি মুখ্য আকর্ষণ হয়ে দাঁড়ায়। শুভদৃষ্টি, বন্ধন, সাত পাকে বাঁধা, ১০০% লাভ এর মতো ছবি আজও জনপ্রিয় হয়ে রয়েছে।

দুজনে একসাথে একাধিক ছবিতে কাজ করেছেন। আর তারফলে বেশ গাঢ় বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। অনস্ক্রিন প্রেমের প্রভাব পড়ে অফস্ক্রিনেও। এবার তখন স্বস্তিকার সাথে প্রেম করছেন জিৎ। আর বাকি সবার মতো তিনিও কৌতূহলী হয়ে পড়েন জিৎ কোয়েল জুটির রসায়ন নিয়ে।

5cc56ef01d334

উল্লেখ্য, জিৎ স্বস্তিকার সম্পর্ক শীর্ষে সেসময়। আর তখনই ঘনিষ্টতা বাড়তে থাকে কোয়েলের সাথে। স্বস্তিকার মধ্যেও সন্দেহ বাড়তে থাকে। অনেকে বলেন, তিনি নাকি ভেবেছিলেন যে জিতের সঙ্গে হয়তো কোয়েলের বিয়েও হতে পারে। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এও শোনা যায়, কোয়েলের জন্যই নাকি আলাদা হয়ে গিয়েছিলেন তাঁরা।

তবে বাস্তবতাটা ছিল একবারেই অন্যরকম। জিৎ আর কোয়েল দুজনেই ভালো বন্ধু ছিলেন কেবল। আজও রয়েছে সেই সম্পর্ক। উল্লেখ্য, ইন্ডাস্ট্রিতে কোয়েল এমন একজন অভিনেত্রী যার ওপর কোনোদিনই কোনোরকম কলঙ্কের দাগ লাগতে পারেনি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button