হাজারো সুবিধা পান মুকেশ আম্বানির রাঁধুনি, বেতন জানলে আপনি আকাশ থেকে পড়বেন

কোটিপতি ব্যক্তিদের কথা বললে বেশ গুরুত্বপূর্ন স্থানে রয়েছে মুকেশ আম্বানি (Mukesh Ambani)। যদিও তিনি যতটা বিখ্যাত তার কর্মীরা মোটেই অতটা পরিচিত নন। আমরা আপনাদের জানিয়ে রাখি যে, আম্বানি কিন্তু তার কর্মচারীদের দারুণ স্বাচ্ছন্দ্যে রাখেন।
মুকেশ আম্বানি তার কর্মচারীদের বেশ ভালো বেতনের সাথে অনেক সুযোগ-সুবিধাও প্রদান করে থাকেন। কিন্তু জানেন কি সেই অংকের পরিমাণ? চলুন জানাচ্ছি আপনাদের। আসলে ২০১৭ সালে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দাবী করা হয় যে, আম্বানি তার কর্মচারীদের প্রতিমাসে ২ লক্ষ টাকা বেতন দিয়ে থাকেন।
তথ্য অনুযায়ী, মুকেশ আম্বানির শেফের বেতন মাসে ২ লাখ টাকা। সেখানে বিধায়কদের বেতন প্রতি মাসে ৯০,০০০ টাকা মাত্র। মুকেশ আম্বানির বিধায়কদের থেকেও বেশি বেতন দিয়ে থাকেন। ভাইরাল হওয়া সেই প্রতিবেদনে এও বলা হয় যে, মুকেশ আম্বানির বেশিরভাগ কর্মীদের বেতন প্রায় একই। জানলে অবাক হবেন যে, আম্বানির কর্মীদের অনেক সন্তান আজ বিদেশেও পড়াশোনা করছে।
ফলে বুঝতেই পারছেন যে, আম্বানি তার কর্মীদের কতটা গুরুত্ব দেন। এই ব্যাপারে আরো একটা খবর ভাইরাল হয়েছিল। সেখানে জানানো হয়, অতীতে আকাশ আম্বানি নাকি এক কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করে। আর এরপর তার কাছে নিজের ছেলেকে ক্ষমা চাইয়েছিলেন মুকেশ আম্বানি।
অ্যান্টিলিয়ায় (মুকেশ আম্বানির আবাসস্থল) কর্মরত প্রায় প্রতিটি কর্মচারীই ভালো বেতন উপভোগ করেন। বেতন ছাড়াও অন্যান্য সুবিধা যেমন, বীমা এবং তাদের পরিবারের সবার শিক্ষার জন্যও টাকা দিয়ে থাকেন মুকেশ আম্বানি। এতক্ষণে আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবছেন কীভাবে ড্রাইভার বা শেফ হতে পারবেন! জানিয়ে দিই, এই চাকরী পাওয়া কিন্তু মোটেই সহজ নয়। তবে সেকথা অন্য কোনো একদিন জানাবো আপনাদের।