হারিয়েছেন টাকা, বাড়ি, গাড়ি সব! এখন কেমন আছেন ভুবন বাদ্যকর? জেনে কষ্ট পাবেন

গত বছর অবধি ছিল তার রমরমা। বাদাম বিক্রেতা ছিলেন তিনি বাদাম বিক্রি করতে করতেই একদিন তার ভাগ্য বদলে যায় তার গাওয়া গান কাঁচা বাদাম মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় (Social media) সেন্সেশন হয়ে ওঠে। বুঝতেই পারছেন আজ কার কথা বলা হচ্ছে। হ্যাঁ ঠিকই ধরেছেন এই প্রতিবেদনে কথা হচ্ছে ভুবন বাদ্যকরকে (Bhuban Badyakar) নিয়ে।

   

‘কাঁচা বাদাম’ গানটি ভুবন বাদ্যকরকে রাতারাতি তারকা করে তোলে। আগের বছরেরই কথা, একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তার গানের ভিডিওটি ইন্টারনেটে আপলোড করেন, যার পরে বীরভূমের (birbhum) বাসিন্দা ভুবন বাদ্যকর তারকা হয়ে ওঠেন এবং তাঁর গানটি বাংলাদেশ ও ভারতে ভাইরাল হয়ে যায়। তাঁর গান সেইসময়ে ইউটিউবে লক্ষ লক্ষ ভিউ ছাড়িয়ে যায়।

তবে এখন তাঁর জনপ্রিয়তায় অনেকটাই ভাটা পড়েছে। তাঁর আর কোনো গানও শোনা যায় না। কোথায় যেন হারিয়ে গেলেন ভুবন। সকলের একটাই প্রশ্ন, কোথায় এবং কেমন আছেন ভুবন বাদ্যকর? একসময় যেভাবে এই মানুষটির উত্থান হয়েছিল তেমনি খুব দ্রুতই তার পতন।

bhuban new home

এক সময় রাতারাতি সেন্সেশন হয়ে ওঠা এই ভুবন বাদ্যকর এখন খুব করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তার অবস্থার কথা শুনলে চোখের জল ধরে রাখতে পারবেন না আপনিও। তার এখন এমন অবস্থা হয়েছে যে নতুন জামা প্যান্ট কেনার ক্ষমতা নেই। সম্প্রতি তিনি জানিয়েছেন তার কাছে একটু টাকা নেই যে এই দুর্গাপুজোর সময় তিনি নিজের এবং পরিবারের কারুর জন্য নতুন বস্ত্র কিনবেন ফলে পুরনো জামা প্যান্টেই এ বছর তার পুজো কাটবে। জানা যায় ভুবন বাদ্যকরের ছেলে একজন সিভিক ভলেন্টিয়ার। তবে চাকরি করলেও এত বড় সংসার শুধুমাত্র ছেলের টাকা দিয়ে চলে না।