প্রাণ যায় যায় অবস্থা! মঞ্চে গান গাইতে গিয়ে এ কী ঘটল শ্রাবন্তীর সঙ্গে! আঁতকে উঠলেন অভিনেত্রী

বিভিন্ন টলিউড সেলিব্রিটিকে দেখা যায় মঞ্চে উঠে শো করতে। মানুষের কাছে, বিশেষ করে গ্রামবাংলার মানুষের যাচ্ছে পৌঁছানোর জন্য এইরকম স্টেজ শো করতেই হয় তারকাদের। কিন্তু অনেক সময় এমন হয় যে প্রিয় তারকাকে কাছ থেকে দেখার জন্য, তাকে একটি ছুঁয়ে দেখতে অনেকেই নিরাপত্তা ভেঙে এগিয়ে যান। আর সম্প্রতি শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও (Srabanti Chatterjee) সেরকমই এক সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

ঘটনাটি ঘটে হোগলবেড়িয়াতে। সেখানে তরুণ সংঘের তরফে আয়োজিত দোল উৎসবে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। দোল উৎসবের নবম দিনে ছিল ‘শ্রাবন্তী চ্যাটার্জী লাইভ’। শ্রাবন্তীর সাথে ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন ডিজে অলক এবং অর্কেষ্ট্রা। স্বভাবতই প্রিয় নায়িকাকে দেখতে ভিড় উপচে পড়ে সেখানে।

গাঢ় নীল রঙের ডেনিম ট্রাউজার ও কালো রঙের শিফন শার্ট পরে মঞ্চে পারফর্ম করতে নামেন তিনি। শুরুতেই অলকের সাথে মিলে হিন্দি ফিল্ম ‘দ্য ডার্টি পিকচার’-এর আইকনিক গান ‘উ লা লা’ গাইতে শুরু করেন অভিনেত্রী। সুরতাল অবশ্য ঠিকঠাক মিলছিল না। কিন্তু গানের মাঝেই বাউন্সারদের মাঝে থেকে মঞ্চের আশেপাশে উপস্থিত দর্শকদের সাথে হাত মেলাচ্ছিলেন শ্রাবন্তী।

গান যখন প্রায় শেষের মুখে তখনই ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। হঠাৎই এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন বিনা বাধায়। তার পরনে ছিল কেবল একটি ট্রাউজার। ওই মঞ্চেই কিছুক্ষণ এলোপাথাড়ি নাচেন তিনি। উন্মত্ত ওই ব্যক্তিকে দেখে ভয়ে বাউন্সারদের আড়ালে চলে যান অভিনেত্রী।

যদিও যেভাবে এসেছিলেন তিনি সেভাবেই নেমে যান মঞ্চ থেকে। পরে জানা যায় ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। এরপরে জানা যায় বেসুরো গান চালিয়ে গিয়েছেন শ্রাবন্তী। এই ভিডিও ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে নেটিজেনরা বলেন, শ্রাবন্তীর জন্য কিন্তু পারফেক্ট ওই ব্যক্তি।