কয়েক ঘণ্টার মধ্যেই মুড বদলাবে আবহাওয়া! পশ্চিমবঙ্গের এই জেলাগুলোয় তুমুল দুর্যোগের আশঙ্কা

আবহাওয়া (Weather) পরিবর্তন চলছে সারা বাংলায় (West bengal)। মাঝখানে কয়েকটা দিন ঝড় বৃষ্টির কারণে ভালই আবহাওয়া পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিবর্তনের কথা জানায় হাওয়া অফিস। যদিও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। কিন্তু রবিবার ফের রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : বৃহস্পতি এবং শুক্রবার আকাশ মোটামুটি মেঘমুক্ত থাকবে। সাথে দিন এবং রাত্রির তাপমাত্রাও বাড়বে কিছুটা। শনিবার থেকে আবারো আবহাওয়া পরিবর্তিত হবে। রোববার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তবে তার আগে বাংলা জুড়ে তাপমাত্রার পারদ বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৪ ডিগ্রি। ফের আসতে পারে কালবৈশাখী।
উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরের নীচের দিকের জেলাগুলোয় আবহাওয়ার উন্নতি হলেও বৃষ্টি হবে হিমালয় সংলগ্ন দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী ২-৩ দিন পার্বত্য এলাকা বাদে বৃষ্টির সম্ভবনা তেমন নেই।
কলকাতার আবহাওয়া : কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। যদিও আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা বেশ কমই বলা চলে। তবে শনি এবং রবিবার করে আকাশে কালোমেঘ ঘনিয়ে আসবে। আপাতত ২৩ থেকে ৩০ ডিগ্রীর আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রায় সেরকম পরিবর্তন না হলেও তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে চার ডিগ্রি। আগামী ২৪ ঘন্টার মধ্যে, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পূর্ব বিদর্ভ এবং তেলেঙ্গানার কিছু অংশে হালকা বৃষ্টি এবং বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে। ভারতজুড়েই তাপমাত্রা বাড়বে কিছুটা।