বের করুন ছাতা, বজ্রবিদ্যুৎ-সহ টানা বৃষ্টির পূর্বাভাস গোটা পশ্চিমবঙ্গে! দেখুন কেমন থাকবে আবহাওয়া

কলকাতা (Kolkata) এবং শহরতলীর ওপর মেঘদের আনাগোনা লেগে রয়েছে। মেঘলা আকাশ হওয়ার কারণে তাপজ্বালা কিছুটা কমেছে শহরবাসীর। এদিকে হাওয়া (Weather) অফিস জানাচ্ছে, পশ্চিমের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। সাথে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভবনাও বেশ রয়েছে। উত্তরবঙ্গে (North Bengal) অবশ্য বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে পারে।
রাজ্যের বিভিন্ন জেলায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। আগামী শুক্রবার অবধি বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে। শনিবার থেকে আবহাওয়ায় সামান্য বদল আসবে।
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে আবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে। উত্তরের বাকি জেলায় শুষ্ক আবহাওয়াই থাকবে। আপাতত আবহাওয়া বেশ মনোরম থাকলেও দেশজুড়ে তাপপ্রবাহ চলার কারণে শীঘ্রই সেখানে বড়সড় বদল আসতে পারে।
আজকের তাপমাত্রা:
সর্বনিম্ন তাপমাত্রা : ২২ ডিগ্রি সেলসিয়াস
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতা : বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৬ থেকে ৮৬ শতাংশ।
আকাশ : মূলত পরিষ্কার, কিন্তু মেঘেদের আনাগোনা চলতেই থাকবে।
মেঘেদের আনাগোনা থাকলেও কলকাতা সংলগ্ন এলাকায় আপাতত বৃষ্টির সম্ভবনা থাকছেনা। কিন্তু দেশবাসীকে আগাম সতর্ক করে রেখেছে হাওয়া অফিস। তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং দেশজুড়ে হিট ওয়েভ বা তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। যদিও বাংলায় হিটওয়েভ আসতে এখনো কিছুটা সময় লাগবে।