সেপ্টেম্বর ১৫ দিন বন্ধ থাকবে স্কুল! কোন কোন দিন ছুটি পশ্চিমবঙ্গে? আগেভাগেই দেখে নিন তালিকা

সেপ্টেম্বর মাস শুরু হয়েছে। বর্ষার (Wet Season) কারণে অনেক রাজ্যে বৃষ্টি হচ্ছে। বন্যা ও বৃষ্টির কারণে অনেক রাজ্যে স্কুল বন্ধ রয়েছে। আগস্ট মাসও ছিল ছুটিতে ভরা। এদিকে প্রবল গরমের কারণেও দীর্ঘদিন বন্ধ ছিলের দেশের বহু রাজ্যের স্কুল, কলেজ। যদিও বা নতুন মাস সেপ্টেম্বরে কত ছুটি থাকবে জানেন আদৌ সে ব্যাপারে? কত দিন স্কুল বন্ধ থাকবে তা জানতে চান স্কুলের পড়ুয়া ও শিক্ষকরা? তাহলে শুধুমাত্র আপনাদের জন্য রইল এই প্রতিবেদনটি।

আগামী ৫ সেপ্টেম্বর পালিত হবে শিক্ষক দিবস (Teachers Day)। শিক্ষক দিবস উপলক্ষে অনেক স্কুলে অনুষ্ঠানের আয়োজনের পর বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। যা পড়ুয়াদের উপকারে আসতে পারে। জন্মাষ্টমী উৎসব উদযাপিত হবে ৭ সেপ্টেম্বর, প্রতি বছর জন্মাষ্টমীর উৎসব দেশে জাঁকজমকের সাথে উদযাপিত হয়। সেই সঙ্গে স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এর সুবিধা পাবেন। জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম স্মরণে উদযাপিত হয়।

গণেশ চতুর্থী উপলক্ষে ১৯ সেপ্টেম্বর স্কুল বন্ধ থাকবে। গণেশ চতুর্থী এবং বিনায়ক চতুর্দশী ভগবান গণেশের জন্মের স্মরণে উদযাপিত হয়। এই সময়ে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক, গুজরাট এবং ওড়িশা সহ বেশ কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ রয়েছে। এ জন্য আদেশও জারি করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর গণেশ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ১০ দিনের এই উৎসব। তবে এ জন্য স্কুলগুলোতে মাত্র এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর মিলাদুন্নবী বা ঈদ-ই-মিলাদ উপলক্ষে স্কুল বন্ধ থাকবে। সরকারিসহ আধা-সরকারি, বেসরকারি স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটি ঘোষণা করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম উদযাপনের জন্য এটি উদযাপিত হয়। এটি মুসলিম সম্প্রদায়ের দ্বারা ব্যাপকভাবে উদযাপিত হওয়ার সাথে সাথে স্কুল এবং কলেজ সহ কর্মীদের জন্যও ছুটি ঘোষণা করা হয়।

madhyamik students

এ ছাড়া সেপ্টেম্বরের চার রবিবার স্কুল বন্ধ থাকবে। এ অবস্থায় ৩ সেপ্টেম্বর, ১০ সেপ্টেম্বর, ১৭ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর স্কুলে ছুটি থাকবে। তবে দ্বিতীয় শনিবার অনেক স্কুল-কলেজে ছুটি রয়েছে। একই সময়ে, কিছু স্কুলে, প্রতি শনিবার একটি ছুটির আয়োজন করা হয়। এ অবস্থায় সেপ্টেম্বরে প্রায় ১২ থেকে ১৫ দিনের ছুটির সুবিধা পাবেন স্কুল পড়ুয়ারা।

শুধু তাই নয়, জি-২০ শীর্ষ সম্মেলনের কারণে দিল্লিতে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে স্কুল, কলেজ ও অফিস বন্ধ থাকবে। এ ছাড়া দিল্লির কয়েকটি শপিং মলও বন্ধ থাকবে।