পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে হবে অকালবর্ষণ, ব্যাপক পরিবর্তন দক্ষিণবঙ্গের আবহাওয়ায়

শীতের (Winter) মরশুমের শেষে আবহাওয়া বেশ একটু বেশিই পরিবর্তন করতে থাকছে। উত্তরবঙ্গের (North Bengal) ৫ জেলাতে আগামী ৪৮ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা যেমন রয়েছে, তেমনই দক্ষিণের দিকে আপাতত শুষ্ক আবহাওয়া থাকতে চলেছে। উপকূলবর্তী জেলাগুলোতে আপাতত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভবনা রয়েছে।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হাল্কা এবং মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। কয়েকদিন পর শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং এই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গে (South Bengal) বাতাসে ভরে ভরে জলীয় বাষ্প ঢুকছে, তার ফলে উষ্ণতা বাড়তেই থাকবে এখন।

উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা সহ মেদিনীপুর এবং কলকাতার আশেপাশে জলীয় বাষ্প বেশি থাকলে আকাশ আংশিক মেঘলাই থাকবে। সকালের দিকে আকাশ মেঘলা থাকবে এরপর বেলা বাড়লে অবশ্য আকাশ কিছুটা পরিষ্কার হবে।

অন্যান্য জেলায় আকাশ কিছুটা পরিষ্কারই থাকবে। মেঘলা আকাশ থাকলেও আপাতত ৪-৫ দিন বৃষ্টির সম্ভবনা নেই। রাত্রির দিকের তাপমাত্রায় কোনো পরিবর্তন না এলেও দিনের বেলা বেশ গরম অনুভূত হবে। যদিও পারদ ৩০ ডিগ্রী পার করবেনা এখনই। যদিও শনিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে।

rain weather kolkata

গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রী সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রী বেশি। সোমবার বিকেলের দিকে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয় ৩১.১ ডিগ্রীতে। জানিয়ে রাখি কলকাতা শহর এবং সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা ২২ থেকে ৩১ ডিগ্রী সেলসিয়াসের মধ্যেই থাকবে। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৯২ শতাংশ থাকবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button