আপনিও কি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা? আপনিও কি ভালো চাকরির (Job) সন্ধান করছেন? আপনিও কি পুলিশে (Police) চাকরি করার স্বপ্ন দেখেন? তাহলে আপনার সেই স্বপ্ন খুব শীঘ্রই সত্যি হতে চলেছে। আপনিও যদি রাজ্য পুলিশে (West bengal Police) চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি বাম্পার খবর। সাম্প্রতিক সময়ে একটি ভালো চাকরি পাওয়া মুশকিল। সেখানে একাধিক পদে নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করে সকলের নজর একপ্রকার ঘুরিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। অনেক তরুণ তরুণী আছেন যারা বছরের পর বছর ধরে পুলিশে চাকরি করার স্বপ্ন দেখেন। চেষ্টাও করেন, কিন্তু সবসময় তো আর সকলের সব স্বপ্ন পূরণ হয় না। তবে আর চিন্তা নয়, আপনার জন্য নতুন করে চাকরির সুযোগ বয়ে আনল রাজ্য পুলিশ।
মূলত আইনে স্নাতকোত্তীর্ণদের জন্য চাকরির সুযোগ রয়েছে রাজ্য পুলিশ বিভাগে। জানা গিয়েছে, নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। চাকরি প্রার্থীরা অনলাইন অথবা অফলাইন দু’ভাবেই আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য পুলিশের সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট এবং জুনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। মোট শুন্যপদ ২টি। ফলে হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রার্থীদের মধ্যে।
এক্ষেত্রে আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। পদগুলিতে প্রার্থীদের প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে। এর পর কাজের ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে। সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট এবং জুনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ হবে যথাক্রমে ৪০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা প্রতি মাসে।
বিজ্ঞপ্তিতে সাফ বলে দেওয়া হয়েছে, আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন স্নাতক হতে হবে। এ ছাড়া, সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট এবং জুনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে ফৌজদারি মামলা/ পরিষেবা সংক্রান্ত মামলা সামলানোর যথাক্রমে ১০ বছর এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা জরুরি।
আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর। আরও বিস্তারিত জানতে প্রার্থীদের রাজ্য পুলিশের নির্দিষ্ট ওয়েবসাইট https://wbpolice.gov.in/wbp/common/WBP_RecruitmentNew.aspx যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।