ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা, আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা দেবে উত্তর ও দক্ষিণবঙ্গে

দেশজুড়ে আবহাওয়ায় (Weather) বেশ বদল আসছে। শীতের (Winter) আমেজ কেটে গিয়ে স্পষ্ট হচ্ছে বসন্তের ছাপ। গাছেরাও পুরনো পাতা ফেলে দিয়ে অপেক্ষা করছে কচি সবুজ পাতার। তার মধ্যেই তাপমাত্রার পারদ নেমেছে বেশ খানিকটা। শীত যেন শেষ হয়েও শেষ হচ্ছেনা। তবে এবার আসছে পশ্চিমী ঝঞ্ঝা।
আগামী ৫ দিনে তাপমাত্রা বাড়তে পারে এই ঝঞ্ঝার প্রভাবে। একইসাথে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভবনা রয়েছে কয়েকটি রাজ্যে। কলকাতা এবং শহরতলীর আশেপাশে তাপমাত্রা বাড়ার ফলে শীতের আমেজটুকুও উধাও হয়েছে। বাকি জেলায় সকাল ও সন্ধ্যার সময় শীত অনুভূত হবে।
আগামী শনিবার থেকেই বড়সড় বদল আসবে তাপমাত্রায়। দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ায় ভোর ও সকালের দিকে কুয়াশার চাদর থাকবে। এছাড়া শনিবার থেকেও তাপমাত্রার পারদ বাড়বে হু হু করে।
দুই বঙ্গেই পারদ সোজা ঊর্ধ্বমুখী। শনিবার দিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০°সেলসিয়াস। আজকেও তাপমাত্রায় বেশ ভালো পরিবর্তন আসবে। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কমে গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৫° সেলসিয়াস। যেখানে গতকাল তাপমাত্রা ছিল ১৫.৩°সেলসিয়াস।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ২৮% থেকে ৯৩%। একইসাথে কলকাতা এবং শহরতলিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন পরিবর্তন হচ্ছেনা। উত্তরের জেলাগুলোতে বৃষ্টি এখন কয়েকদিন চলবে।
উল্লেখ্য, ত্রিপুরার ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী শনিবার থেকে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। আগামী দুই দিন জেড স্ট্রিম উইন্ডের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর লাদাখ, গিলগিট মুজাফফরাবাদ এ। প্রসঙ্গত পূর্ব ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বাড়বে আগামী পাঁচদিনে।