DA নিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নর, ৬% হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা! জানুন কবে থেকে

চলতি মাসের ১৫ তারিখ রাজ্যের বাজেট (Budget) পেশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, এবার থেকে ৩% হারে মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) দেবে রাজ্য সরকার। অনেক মিটিং মিছিলের পর অবশেষে DA আসে, যদিও প্রাপ্ত অংকের তুলনায় খুবই নগণ্য সেই পরিমাণ। আন্দোলনরত সরকারী কর্মচারীরা খুশি হননি রাজ্য সরকারের ঘোষণায়।
এবার এক নয়া ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। ২৪ ফেব্রুয়ারি এক নয়া বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। সেখানে বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে বরাদ্দ অনুযায়ী ৩ শতাংশ এবং এবার বাজেটের বর্ধিত ৩ শতাংশ মিলিয়ে মোট ৬ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা।
আগামী ১ মার্চ থেকে ৬ শতাংশ হারেই DA পাবেন শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুরনিগম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। যদিও এতে যে, বিরাট খুশি হয়েছেন সরকারি কর্মীরা তা মোটেই নয়। বরং এর ফলে তারা নিজেদের ৩৫% DA এর দাবিতে আরো বেশী সোচ্চার হয়েছেন।
আগামী ১০ মার্চ ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি কর্মীদের তরফে। গত ২১ এবং ২২ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দেওয়ার পর আগামী ১০ মার্চও একই ডাক দিয়েছেন তারা। যদিও গত ২১ এবং ২২ তারিখের কর্মবিরতির দিন সরকারি প্রতিষ্ঠানগুলিতে উপস্থিতির হার ছিল গড়ে ৯৫ শতাংশ। কিন্তু এবার ১০ মার্চ তারা সফল হন কিনা সেটাই দেখার।
আপনাদের জানিয়ে রাখি যে, গত ২০১৬ সালেই বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে স্যাটে মামলা দায়ের করেন কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। আবেদনে এও জানানো হয় যে, কেন্দ্র সরকারের কর্মীরা ৩৪% DA (তখনের হিসেবে) পান, সেখানে রাজ্য সরকারের কর্মীদের কোনো মহার্ঘ্য ভাতা দেওয়া হয়না।
এবার DA এর পরিমাণ বাড়ালেও কেন্দ্র এবং রাজ্যের কর্মীদের মধ্যে বেতনের পার্থক্য বেড়েই চলেছে। এদিকে মামলার পরিপ্রেক্ষিতে SAT-এর রায়ই বহাল রাখে হাই কোর্ট। কিন্তু রায় দেওয়ার পরেও DA পাননি কর্মীরা। পরিশেষে সুপ্রীম কোর্টে পৌঁছায় এই মামলা। ইতিমধ্যেই আবার মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এবার আগামী ১৫ মার্চ কে ওই মামলার শুনানি দেন তার দিকেই তাকিয়ে সবাই।