টেট-এ (West Bengal Board of Primary Education) নিয়োগ কবে হবে? সেই সিদ্ধান্ত এখনো বিশ বাঁও জলে রয়েছে। ধীরে ধীরে ধৈর্যের বাঁধ ভাঙছে প্রার্থীদের। ২০২২ সালের ১১ ডিসেম্বর শেষবার হয়েছিল টেট পরীক্ষা (WB TeT Exam)। এদিকে এই পরীক্ষায় উত্তীর্ণদের দ্রুত নিয়োগ করা হবে বলে সাফ জানিয়েছিলেন পর্ষদের সভাপতি। যদিও কোথায় কি? এদিকে যত সময় এগোচ্ছে ততই ধৈর্য্যচ্যুতি ঘটছে উত্তীর্ণদের। তবে অবশেষে তাঁদের আশ্বাস দিলেন পর্ষদ সভাপতি।
উল্লেখ্য, ২০২২ সালের ১১ ডিসেম্বর পরীক্ষায় পাশ করেছেন ১.৫ লক্ষ পরীক্ষার্থী। কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে সম্প্রতি গৌতম পালের দ্বারস্থ হয়েছিলেন ২০২২-এর টেট উত্তীর্ণরা। এদিকে পর্ষদ সভাপতি ৪ সদস্যদের সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি উত্তীর্ণদের আশ্বাস দেন, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই হবে নিয়োগ।
এদিকে প্রশ্ন উঠছে, ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণদের ভবিষ্যৎ কী? তাঁদের কি নিয়োগ হবে না? এখানে জানিয়ে রাখা ভালো, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই দুই বছরের পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। এই জট কবে কাটবে সেই নিয়ে এখনো কোনো সদুত্তর মেলেনি।
২০২২ সালেই পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন যে ২০১৪ ও ২০১৭-র টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কিন্তু কার্যত খেলা ঘুরে যায় সুপ্রিম কোর্টের রায়দানের পরেই। এদিকে ২০২২ সালের টেট উত্তীর্ণদের সঙ্গে দেখা করে গৌতম পাল আশ্বাস দিয়েছেন যে নতুন নিয়োগের পর্যাপ্ত পরিমাণ শূন্যপদ তৈরি করা হবে।
উল্লেখ্য, গত বছর থেকে টেট নিয়োগে দুর্নীতির জেরে জেলে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। রাস্তায় দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। তাঁদের একটাই প্রশ্ন কবে শেষ হবে দুর্নীতি? কবে হবে নিয়োগ?