সকল প্রতীক্ষার অবসান। জল্পনা ছিলই যে চলতি বছরই হতে পারে টেট পরীক্ষা (Tet Exam)। এবার সেই জল্পনাতেই শিলমোহর পড়লো। অবশেষে ঘোষিত হল চলতি বছরের টেট পরীক্ষার দিনক্ষণ। টেট পরীক্ষা নিয়ে দীর্ঘ মামলা চলছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ও সুপ্রিম কোর্টে (Supreme Court)। নিয়োগের দাবিতে রাস্তায় দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন হবু শিক্ষকরা (Teacher)। তাও মেলেনি চাকরি (Employment)। তবে আজ বুধবার দুপুরে আছেন তাই সাংবাদিক বৈঠক করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) সভাপতি গৌতম পাল। আর তার সাংবাদিক সম্মেলন শোনার পর খুশিতে ফেটে পড়েন হাজার হাজার চাকরিপ্রার্থী।
আজ পর্ষদের সভাপতি জানিয়েছেন চলতি বছরের ১০ ডিসেম্বর হবে পরবর্তী টেট পরীক্ষা। কবে থেকে ফর্ম ফিলাপ হবে সে সম্পর্কেও জানিয়েছেন পর্ষদ সভাপতি। টেট পরীক্ষার বিস্তারিত বিষয় নিয়ে আজ সন্ধ্যেবেলায় এক বিজ্ঞপ্তি জারি হবে। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল আরও জানান, বুধবারই এ বিষয়ে পূর্ণাঙ্গ নোটিস প্রকাশিত হবে পর্ষদের ওয়েবসাইটে৷ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে আবেদন করার সময় শুরু হচ্ছে। আবেদন করার জন্য টানা তিন সপ্তাহ সময় থাকবে ইচ্ছুক প্রার্থীদের কাছে। এমনকি পরীক্ষা সংক্রান্ত কারও পেমেন্টের সমস্যা হলে ফের দিনক্ষণবাড়ানো হতে পারে।
উল্লেখ্য, গত বছর ১১ ডিসেম্বর টেট পরীক্ষা হয়েছিল। সেইসময় প্রায় ৫ বছর পর হয়েছিল পরীক্ষা। এদিকে গত বছর থেকে এই টেট পরীক্ষা নিয়ে বিতর্ক হয়েই চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই হবে এবছরের টেট পরীক্ষা। যদিও এখানে একটি বিষয় জানিয়ে রাখা জরুরি। সবাই কিন্তু আবার চলতি বছরের এই টেট পরীক্ষায় বসতে পারবেন না। কারা কারা বসতে পারবেন না জানেন?
পর্ষদের তরফে জানানো হয়েছে, যারা বি এড করেছেন, তাঁরা এবছর টেট-এ বসতে পারবেন না৷ ডিএলএড বা প্রাথমিকে পড়ানোর অন্যান্য প্রশিক্ষণ যাঁদের রয়েছে, তাঁরাই এবার প্রাথমিক টেট-এর জন্য আবেদন করতে পারবেন ৷ এছাড়া পরীক্ষা হবে ওএমআর শিটেই।