নিম্নচাপের আশঙ্কায় দিন গুনছিল বাঙালিরা, তবে পুজোর আগে এই খুশির খবর দিল আবহাওয়া দফতর

আর মাত্র কয়েকদিন বাকি দেবীপক্ষের। পিতৃপক্ষের শেষ করে দেবীপক্ষের সূচনা হয় মহালয়াতে। এককথায় সেইদিন থেকেই উমার আরাধনার প্রস্তুতি শুরু হয়ে যায় বঙ্গভূমিতে। কিন্তু তারই মধ্যে নিম্নচাপের সতর্কতা জারি করেছে আবহাওয়া (Weather) দপ্তর। এবার পূজোয় কী তবে বৃষ্টিতে ভাসবে বাংলা? কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর? চলুন সেটাই জানাচ্ছি আপনাদের।
নিম্নচাপ নিয়ে আশঙ্কার মেঘ জমেছে বাঙালির মধ্যে। কিন্তু তারই মধ্যে খানিক সুখবর দিলো আলিপুর আবহাওয়া অফিস (Regional Meteorological Centre)। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে, বর্তমানে নিম্নচাপ ওড়িশা অভিমুখী। আর তার ফলে বাংলা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমেছে।
আবহাওয়া অফিস থেকে কিছুটা সুখবর এলেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি না হলেও আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে।
বর্তমানে এই নিম্নচাপের অবস্থান কোথায় : আপাতত নিম্নচাপের মুখ ওড়িশ্যার উপর দিয়ে ছত্তিশগড়ের দিকে। ফলে আগামী কয়েকদিন ওড়িশ্যা ও ছত্তিশগড়ে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে : নিম্নচাপের কারণে ইতিমধ্যেই আংশিক মেঘলা কলকাতার আকাশ। ভারী বৃষ্টি না হলেও দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েই গিয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৫°C। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৩ শতাংশ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে : দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশী হতে পারে। যদিও এখনো অবধি তেমকন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে : একই ব্যাপার উত্তরবঙ্গেও। সেখানেও হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই ৫ জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাকি জেলা গুলোর চেয়ে অনেকটা বেশি। যদিও আগামি বৃহস্পতিবার বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা।