মুড বদলাচ্ছে আবহাওয়া, আগামী তিনদিনে বিরাট পরিবর্তন দক্ষিণবঙ্গে! তোলপাড় করা পূর্বাভাস

আজ রবিবারের সকালটা ফের একটু অন্যরকম ভাবে শুরু হল শহরবাসী থেকে শুরু করে অন্যান্য জেলা বাসীর। গতকালের তুলনায় আজ ছুটির দিনে যেন এক ধাক্কায় আরো অনেকটা পারদ পতন ঘটল। হু হু করব তাপমাত্রা নামবে বলার অনুমান আলিপুর আবহাওয়া দফতরের।

   

যদিও আজ ছুটির দিন শহর কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গ (South Bengal) ও উত্তরবঙ্গে (North Bengal) আবহাওয়া (Weather) কেমন থাকবে সে সম্পর্কে জানেন আদৌ? যদি আপনিও জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি, তারপরেই গোটা দেশবাসী দীপাবলির আনন্দে মেতে উঠবেন। তবে আগামী দিনে কি রাজ্যের আবহাওয়ার পরিবর্তন ঘটবে? একদিকে যখন গুটি গুটি পায়ে বাংলায় শীতের আগমন ঘটছে তখন কি আচমকা ফের বৃষ্টি হবে?

এই প্রসঙ্গে বড় রকমের তথ্য দিয়েছেন হাওয়া অফিসের বিজ্ঞানীরা। যা শুনলে চমকে যাবেন আপনিও। দুর্গাপুজো হোক বা লক্ষ্মীপুজো একপ্রকার নির্বিঘ্নেই কেটেছে বাংলার মানুষের। বৃষ্টি কোনোরকম বাধা হয়ে দাঁড়ায়নি। এরই মাঝে মৌসম ভবন জানিয়ে দিল, ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ক্রমশ প্রভাব বিস্তার করছে উত্তর-পশ্চিম ও উত্তুরে হাওয়া। শুধু তাই নয়, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে আপনিও কাঁথা, কম্বল, মোটা জামা বের করে রাখুন ঝটপট।

winter weather wb

আজ মূলত পরিষ্কারই থাকবে কলকাতার আকাশ। দুপুরের দিকে হোক বা রাত, ঠাণ্ডা আবহাওয়ার অনুভূতি পাবেনই আপনি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।