ঘণ্টায় ১৪০ কিমি বেগে আছড়ে পড়তে পারে করিম! বিধ্বংসী ঘূর্ণিঝড় নিয়ে মত আবহাওয়াবিদদের

ইতিমধ্যে উপকূল এলাকায় আছড়ে পড়ে নিজের দাপট দেখাচ্ছে অশনি ঘূর্ণিঝড়। যদিও, বাংলায় এর প্রভাব পড়েনি। কারণ এর বিষ দাঁত আগেই ভেঙে গিয়েছে। তবে অন্ধ্রপ্রদেশে এর কিছুটা প্রভাব দেখা গিয়েছে। অন্যদিকে, অশনি সংকেতের মধ্যেই ভারত মহাসাগরে তৈরি হয়েছে আরও এক ঘূর্ণিঝড়। করিম নামের এই নতুন ঝড় ভারতের বুকে আছড়ে পড়তে পারে বলতে আশঙ্কা আবহাওয়াবিদদের।
এই সপ্তাহের শেসে ঘূর্ণিঝড় করিম আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ভারত মহাসাগরে তৈরি হওয়া এই সাইক্লোনকে হ্যারিক্যান-২ এর শ্রেণিতে ফেলা হয়েছে। করিমের গতিবেদ ১১২ কিমি প্রতি ঘণ্টা হতে পারে বলে মত আবহাওয়াবিদদের।
এছাড়াও উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেদ ১৪০ কিলোমিটার প্রতিঘন্টা হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। এর থেকে বিপুল ক্ষয়ক্ষতিরও আশঙ্কা জাহির করা হয়েছে।
অশনিকে নিয়ে আগেই সতর্কতা জারি করা হয়েছিল। এবার করিমকে নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। শুক্রবার ১৩ মে থেকে পর্যটকদেরও গতিবিধি নিয়ন্ত্রণ করার ভাবনা নেওয়া হয়েছে। যদিও, করিম ঠিক কতটা ভয়াবহ হবে, তা আন্দাজ করতে পারেন নি বিশেষজ্ঞরা।