থেকে থেকে বর্ষণ, সঙ্গী বজ্রপাত! আজ দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় ভারী বৃষ্টি, আবহাওয়ার খবর

চোখের নিমেষে পাল্টি খাচ্ছে আবহাওয়া (Weather)। কখনো ভারী বৃষ্টি, আবার কখনো খটখটে শুকনো আবহাওয়ার সাক্ষী থাকছেন বাংলার মানুষ। কতদিন এমন আজব আবহাওয়া বজায় থাকবে, তার উত্তর জানা নেই কারোর। অন্যদিকে আজ শনিবার সকাল থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা হলে পড়ছে। সেইসঙ্গে বজায় রয়েছে ভ্যাপসা গরম। আপাতত এমনই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাসও নেই রাজ্যে।

এদিকে মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ, এই দুইয়ের দাপটে উত্তরবঙ্গে (North Bengal) ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের (South Bengal) কপালে রয়েছে শুধু মাঝারি পরিমাণের বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

যদিও যত সময় এগোবে ততই এই বৃষ্টির পরিমাণ কমতে থাকবে বলে খবর। এদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এদিন বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়।

আরও পড়ুনঃ আর নয় কমা ছবি, এবার Whatsapp-এ যাবে HD কোয়ালিটি পিকচার! কীভাবে? জানালেন জুকারবার্গ

আপনিও কি শহর কলকাতার বাসিন্দা? জানেন কি আজ তিলোত্তমার আবহাওয়া কেমন থাকবে? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, এদিন কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার পরিবর্তন সেভাবে না হলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ঘাম ঝরবে মানুষের।

heat weather

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ২১ তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে। যদিও ২২ তারিখ থেকে ফের চোখ পাল্টি করবে আবহাওয়া। মূলত এদিন থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণে। অন্যদিকে শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল।