৫০ কিমি বেগে ঝড়, একটু পরেই দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় তুমুল বর্ষণ! জারি সতর্কতা

মেঘ-বৃষ্টির খেলায় মেতেছে প্রকৃতি। কখনও বৃষ্টিতে স্বস্তি মিলছে, তো আবার কখনও চড়া রোদে মানুষের মাথা ঘুরে যাচ্ছে। আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে চরম সমস্যায় ভুগছেন কলকাতা (Kolkata) শহর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের (South Bengal) বাদ বাকি জেলার মানুষজন। এদিকে সেপ্টেম্বর শেষ হতে চললেও বাংলার মানুষের মুখ ভার। সকলের একটাই বক্তব্য, সেপ্টেম্বরে এত গরম, এত অস্বস্তি? কবে কমবে এসব? অবশেষে এই নিয়ে বড় তথ্য দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার। আর এই ছুটির দিনে সকলেরই কম বেশি পরিবারকে নিয়ে একটু আউটিং-এর প্ল্যান করে থাকেন। কিন্তু এত গরমে সকলেই বাড়িতেই একপ্রকার থাকতে চাইছেন। যদিও আলিপুর আবহাওয়া দফতর বলছে, বিকেলেই বদল ঘটতে পারে আবহাওয়ার।

এই চড়া রোদ সরিয়ে ঝেঁপে বৃষ্টি নামতে পারে কলকাতা শহর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।  পাহাড়ে স্বস্তি থাকলেও, সমতলে অস্বস্তি যেন কিছুতেই কমছে না। যদিও আগামী কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি জেলায় জেলায় বলে খবর। অন্তত দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

এই জেলাগুলি হল কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আগামীকাল বিশ্বকর্মা পুজো। আর এই পুজোতেও ব্যাপক ঝড় বৃষ্টি ধেয়ে আসবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন।

weather storm wb

বিগত কয়েকদিন ধরে ঘূর্ণাবর্তের জোড়া ফলা ও নিম্নচাপের দাপটে কলকাতা   সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বর্ষণ হয়। এদিকে আজ বৃষ্টির দেখা নেই। যদিও আগামীকাল থেকে ফের আলাদাই মাত্রা পাবে বৃষ্টি বলে খবর।