ঊর্ধ্বমুখী তাপমাত্রা, দক্ষিণবঙ্গে ফের স্বস্তির বৃষ্টি কবে? ওলটপালট আবহাওয়ার বড় খবর

ঘূর্ণাবর্ত, নিম্নচাপের চোখ রাঙানির জেরে দফায় দফায় চোখ পাল্টি করছে আবহাওয়া। ফের সপ্তাহান্তে আবারও একবার আবহাওয়ার খামখেয়ালিপনার সাক্ষী থাকতে চলেছেন দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষজন। আজ শনিবারও কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। যদিও মাঝেমধ্যে কালো মেঘের আড়াল থেকে উঁকি মারছে সূর্য। সেইসঙ্গে গত দুদিনের তুলনায় আজ শহরের পারদ কিছুটা উর্ধমুখী বলে অনুভব করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। যদিও বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী।

বিগত কয়েকদিন ধরে দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যদিও এই বৃষ্টির দাপট হলেও দিনের সময়ে অস্বস্তিকর গরম যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না। বর্তমানে বঙ্গোপসাগরে এক নিম্নচাপের জেরে রাজ্যের এহেন পরিস্থিতি হয়েছে বলে খবর। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে জানেন আদৌ? আলিপুর মৌসম ভবনের তরফে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ ও আগামীকাল রবিবার ছুটির দিন কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে মাঝারি রকমের বৃষ্টিপাত হতে পারে। দাপুটে বৃষ্টির সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ।

thunderstorm wb weather

এছাড়া উত্তরবঙ্গেরও আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। হাওয়া অফিসের বিজ্ঞানীরা জানাচ্ছেন, আজ থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যদিও গরম বাড়বে উত্তরবঙ্গে।

weather rain

হাওয়া অফিস বলছে, আজ ও আগামীকাল বৃষ্টির দাপট কম থাকলেও আবারও একবার সোমবার থেকে ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা জানাচ্ছেন, একটি ঘূর্ণাবর্ত নতুন করে উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সংলগ্ন উপকূলে তৈরি হতে চলেছে এই ঘূর্ণাবর্ত। আর এর প্রভাবে আগামী সোমবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলায়।