পোড়া কপাল দক্ষিণবঙ্গের, বড়সড় বদল আবহাওয়ায়! এই জায়গাগুলোয় জারি থাকবে ঝড়-বৃষ্টি

লাগাতার দু’দিন ধরে বৃষ্টির দাপট চললেও ছুটির দিন অর্থাৎ আজ রবিবারটা ফের ভ্যাপসা গরমের মকধ্যে দিয়েই যেন শুরু হল সকলের। আবারও চেনা ছন্দে যেন ফিরে এলে আবহওয়া। রোদ থাকলেও মাঝে মধ্যেই আকাশ কালো মেঘে ঢাকছে। ফলে অনেকেই আশাবাদী যে রবিবার ছুটির দিন ঝেঁপে বৃষ্টি নামলেও নামতে পারে শহরে। এখনই মন খারাপের কিছু নেই, আবহাওয়ায় বিরাট রদবদল ঘটতে চলেছে। প্রবল বর্ষণের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড় ও লাগামহীন বৃষ্টির থেকে এখনই এত সহজে নিস্তার মিলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, উত্তরবঙ্গে (North Bengal) দফায় দফায় বৃষ্টি হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে (South Bengal) একটু হলেও কমবে বৃষ্টির দাপট। হ্যাঁ এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কপালে জুটবে শুধু উর্ধ্বমুখী আর্দ্রতা জনিত অস্বস্তি।

শোনা যাচ্ছে, মৌসুমী অক্ষরেখা উত্তর প্রদেশের বরেলি হয়ে গোরখপুর এবং বিহারের পাটনার ওপর দিয়ে এ রাজ্যের শান্তিনিকেতন ও কাঁথির উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। যার জেরে উত্তরবঙ্গে বৃষ্টির চরম তাণ্ডবলীলা চলবে। যেমন আজ রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যদিও বাদবাকি বাকি উপরের দিকের জেলা যেমন দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। এদিকে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। অন্যদিকে কলকাতায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে। পাল্লা দিয়ে বাড়বে গরম। ফলে রাতে গায়ে চাদর মুড়ি দিয়ে শান্তিতে ঘুমের দিন শেষ।