আজ মহাসপ্তমী দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছেন সকলে। যেদিকেই দুচোখ যায় সেদিকেই দেখা যাচ্ছে দুর্গাপুজোকে ঘিরে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন ছোট থেকে বড় সকলেই। যদিও পুজোর আনন্দে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় (Cyclone)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আর এ ঘূর্ণিঝড়ের জেরে সকলেরই একপ্রকার মন খারাপ।
কারণে ঘূর্ণিঝড়ের দাপটে রাজ্যে একের পর এক জেলায় বৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যাকে ঘিরে পুজোপ্রেমীদের মধ্যে আশঙ্কার কালো মেঘ দানা বেঁধেছে। আজ মহা সপ্তমী আর আজকেই একটি নিম্নচাপ গভীর আকার ধারণ করবে। আজ থেকেই দিকে দিকে বদলাতে শুরু করবে আবহাওয়া উত্তাল থাকবে সমুদ্র।
ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে তো বটেই অন্যদিকে আরব সাগরেও একটি ঘূর্ণিঝড় হবার আশঙ্কা রয়েছে। দুর্গাপুজোর আগে একপ্রকার চোখ রাঙাচ্ছে ‘তেজ’। আগামীকাল রবিবার মহাষ্টমীর দিন এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা। এদিকে আজ শনিবার অর্থাৎ সপ্তাহান্তে আনতে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে তা কি আপনিও জানতে ইচ্ছুক? তাহলে আপনিও জেনে নিন আবহাওয়ার হাল হকিকত।
আপনিও কি আজকে বিকেলের দিকে ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন? আদৌ কি জানেন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। রবিবার তা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। যদিও বা আজকে এই নিম্নচাপে জেরে বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছে না আলিপুর আবহাওয়া অফিস।
আজ শনিবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আগামী নবমী ও দশমী অবধি বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া সহ বেশ কিছু জেলায় হবে বৃষ্টি।