অশনি সংকেত! চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে

দফায় দফায় বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ বৃষ্টি হচ্ছে কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গ (South Bengal) ও উত্তরবঙ্গে (North Bengal)। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম যেন কাটতেই চাইছে না। গরম বাড়লেও আজও বৃষ্টি অব্যাহত থাকবে দুই বঙ্গে। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তিও। আলিপুর আবহাওয়া অফিসের মতে, আজ ও আগামীকাল উপকূলীয় বর্তী এলাকাগুলিতে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। যদিও ১৮ তারিখের পর থেকে ফের ফিরে আসবে ভ্যাপসা গরম। কমবে বৃষ্টির পরিমাণ।

আজ কোথায় কোথায় ভারী বর্ষণ হবে জানেন? এই প্রসঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। এদিন কলকাতায় ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি হতে পারে তিলোত্তমায়। এছাড়া বৃষ্টিতে ভিজবে হাওড়া, হুগলি, পুরুলিয়া,বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা। খানিকটা হলেও পারদ কমবে, যে কারণে মানুষ স্বস্তির মধ্যে দিয়ে দিন কাটাবেন।

এছাড়া দফায় দফায় ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের একের পর এক জেলা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে এই জেলাগুলোর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন জানাচ্ছে, হিমালয়ের পাদদেশে মৌসুমী বায়ু তার স্বাভাবিক অবস্থানের উত্তরে প্রবাহিত হচ্ছে। এটি সম্ভবত ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে যাবে এবং ১৮ আগস্ট থেকে তার স্বাভাবিক অবস্থানের কাছাকাছি অবস্থান করবে।

এদিকে, দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং নিম্ন ট্রোপোস্ফেরিক স্তরে পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বলে খবর। এই দুটি সিস্টেমের সম্মিলিত প্রভাবে ১৭ আগস্ট উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং ছত্তিশগড়ে ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ ফের দ্বন্দ্ব? এবার সৌরভ গাঙ্গুলিকে চূড়ান্ত সতর্ক করে দিলেন বিরাট কোহলি

এছাড়াও, বাংলাদেশের দক্ষিণে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে পশ্চিমদিকে অগ্রসর হতে পারে, যা পূর্ব ভারতে বৃষ্টিপাতের ক্রিয়াকলাপ বাড়িয়ে তুলতে পারে। এর ফলে ১৭-১৮ অগাস্ট ওড়িশায় ভারী বৃষ্টি হতে পারে।