আজ কালীপুজো। আবার একবার নতুন করার উৎসবের আনন্দে মেতে উঠেছেন সকলে। বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে প্যান্ডেল। দিকে দিকে চলছে মা কালীর আরাধনা। এদিকে অক্ষরে অক্ষরে যেন মিলে বেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। আচমকাই বদলে গেল রাজ্যের আবহাওয়া। একপ্রকার ঠান্ডায় কাবু হয়ে গেলেন সকলে।
রাজ্যে পাকাপাকিভাবে শীত না পড়লেও শীত শীত অনুভূতি পাচ্ছেন বাংলার মানুষজন। ইতিমধ্যে ঘরে ঘরে বন্ধ হয়ে গিয়েছে এসি, পাখা। গায়ে চাদর দিতে শুরু করেছেন ইতিমধ্যে অনেকেই। এদিকে আজ রবিবার, আবার কালীপুজো পড়েছে। সবকিছু মিলিয়ে একপ্রকার জমে ক্ষীর। তবে কজ বাংলার আবহাওয়া কেমন থাকবে যা জানতে কি আপনি ইচ্ছুক? তাহলে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।
শীতের আমেজের মধ্যেও আকাশে মেঘ রোদের খেলা চলছে। আজ রাজ্যের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের ব্যাপক আবহাওয়া বদলে ইঙ্গিত দিলেন আলিপুর হাওয়া দফতরের বিজ্ঞানীরা। আজ কালীপুজো ও আগামীকাল দীপাবলি নির্বিঘ্নে কাটলেও ভাইফোঁটাতে বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করল হাওয়া অফিস। যে কারণে বেজার মন খারাপ রাজ্যের মানুষের।
মূলত আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই ভিলেন নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে (South Bengal) দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৪ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা পরবর্তী দু’দিনে গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি আগামী ১৬ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। যদিও এর অভিমুখ কোন দিকে সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাতে পারেননি হাওয়া অফিসের বিজ্ঞানীরা।
মৌসম ভবন জানাচ্ছে, এই ভিলেন নিম্নচাপের জেরে
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে একদিকে সোয়েটার অন্যদিকে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।