একের পর এক উৎসব বৃষ্টিহীন ভাবে কাটলেও আগামী দিনে আর রক্ষা পাবেন না রাজ্যের মানুষজন। কারণ ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি ও তোলপাড় করা আবহাওয়া। হ্যাঁ এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যে একটি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে বলে খবর।আজ ভাইফোঁটা। আর এই ভাই ফোঁটার আনন্দে মেতে উঠেছেন সকলে। সকাল থেকেই দিদিরা, বোনেরা নিজেদের ভাই বা দাদাকে ভাইফোঁটা দিতে ব্যস্ত। তবে এই ভাইফোঁটার আনন্দে একপ্রকার জল ঢালতে আসছে নিম্নচাপ। নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
আজ বুধবার বিকেল থেকেই রাজ্যের আবহাওয়া আমূল বদলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া অফিস। আজ বুধবার বঙ্গোপসাগরে যে নিম্নচাপ রয়েছে, বৃহস্পতিবার শক্তি বাড়িয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে রাজ্যের উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে।
আজ বিকেলে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর মৌসম ভবনের তরফে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টির কারণে রাজ্যের পারদ এক ধাক্কায় অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। আলিপুর মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলাতে বলে খবর।
আগামী রবিবার অবধি এরকম তোলপাড় করে আবহাওয়া চলবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। ছুটির দিন থেকেই দক্ষিণবঙ্গের পারদ হু হু করে নামবে বলে জানা যায়।