ধীরে ধীরে আবহাওয়ার আমূল বদল ঘটতে চলেছে। যে কারণে বেজায় খুশি রাজ্যের মানুষ। দুপুর বা বিকেলের দিকটা রাজ্যবাসীর একটু অস্বস্তিতে কাটলেও যত রাত বাড়ে ততই যেন আবহাওয়া নিজের রং পাল্টাতে শুরু করে। ভোরের দিকে গায়ে চাদর দিতে হচ্ছে বৈকি সকলকে।
এদিকে আর কয়েকটা দিন পরেই আসছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আকাশে বাতাসে এখন পুজোর গন্ধ। মর্ত্যে উমাকে স্বাগত জানাতে একদম তৈরি সকলে। ইতিমধ্যে বহু প্যান্ডেলে মা দুর্গার আগমন ঘটে গিয়েছে। এমনকি বহু প্যান্ডেল সর্বসাধারণের জন্যে খুলে অবধি দেওয়া হয়েছে। এখন এক কথায় চারিদিকে পুজো পুজো ভাব। এদিকে এই পুজোর গন্ধ গায়ে মেখে সকলে তৈরি।
যদিও এখনো অনেকেই প্রশ্ন তুলছেন, এই পুজোর আনন্দ মাটি করে দেবে না তো ‘অসুর’ বৃষ্টি? আজ মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনে রাজ্যের আবহাওয়াই বা কেমন থাকবে? বৃষ্টি কি হবে নাকি আবহাওয়া শুষ্ক থাকবে? এই প্রসঙ্গে এবার বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস। আপনিও যদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকেন বা বেরোনোর জন্য তৈরি হচ্ছেন তাহলে অবশ্যই জেনে নিন আজকের আবহাওয়ার হাল হকিকত। বিগত কয়েকদিন ধরেই কলকাতার আকাশ মোটের ওপর পরিষ্কারই রয়েছে। মাঝেমধ্যে কালো মেঘ উঁকি দিলেও বৃষ্টি কিন্তু হয়নি।
এমনকি দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলাতেও তেমন বৃষ্টি হয়নি বিগত কয়েকদিন। কিছু জায়গায় অবশ্য ছিটেফোঁটা হয়েছে। আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহের দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে দিন এবং রাতের। যদিও উত্তরবঙ্গের কপাল থেকে এখনই বৃষ্টি সরছে না বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসম ভবনের তরফে।