বৃষ্টি না ভ্যাপসা গরম? ষষ্ঠীর দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া! চলে এল বড় আপডেট

দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে বাংলাজুড়ে। আর এই পুজোর আনন্দে মেতে উঠেছেন সকলে। আজ ষষ্ঠী, অর্থাৎ দেবী দুর্গার বোধনের দিন। প্যান্ডেলে প্যান্ডেলে প্রস্তুতি তুঙ্গে রয়েছে। গত কয়েকদিন ধরেই শহর থেকে শুরু করে রাজ্যের যে দিকেই চোখ যায় সেদিকেই শুধু মানুষের উপচে পড়া ঢল চোখে পড়ছে। এদিকে আজ ষষ্ঠীর দিন থেকেই রাজ্যের আবহাওয়ার ব্যাপক যেন রদবদল লক্ষ্য করা গিয়েছে।

   

বৃষ্টির ভ্রূকুটির মাঝেই রাজ্যের পারদ ক্রমশই যেন নিম্নমুখী। রাতের দিকে এখন অনেক বাড়িতেই ফ্যান চলছে না, ভোরের দিকে গায়ে চাদর দিতেই হচ্ছে বৈকি। দুপুরের দিকে গরম অনুভব হলেও সন্ধে নামলেই হঠাৎ করে যেন পারদ পতন হচ্ছে হু হু করে। ফলে প্যাচপ্যাচে ঘামে নয়, স্বস্তিতেই চলছে মানুষের ঠাকুর দেখা। যদিও এসবের মাঝেই আজ ষষ্ঠীর দিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে সেই নিয়ে বড় তথ্য দিল আলিপুর মৌসম ভবন।

weather wb oct 13

আজ এরকম খটখটে শুকনো আবহাওয়া থাকবে নাকি বৃষ্টি নম্বর সেই নিয়ে ইতিমধ্যে মানুষ প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। এমনিতেই সপ্তমীর দিন থেকে রাজ্যের আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছেন হাওয়া অফিসের বিজ্ঞানীরা। আগামীকাল শনিবার নিম্নচাপ তৈরি হওয়ার ভ্রূকুটি রয়েছে। যে কারণে আগামী নবমী ও দশমী রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে খবর। যদিও আজকের আবহাওয়া নিয়েও বড় বার্তা দিয়েছে হাওয়া অফিস।

আজ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে কোনোরকম বৃষ্টির সম্ভাবনা নেই। বরং বিকেলের দিকে বেশ ঠাণ্ডা অনুভব করতে পারেন। নবমী থেকে ফের হালকা পশলা বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতা সহ বেশ কিছু জেলা। ইতিমধ্যে সারা দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। তবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। যার প্রভাবে মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২১ অক্টোবর সকালের মধ্যে বঙ্গোপসাগরের কিছু অংশে নিম্নচাপ তৈরি হবে। যদিও আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।