আকাশে বাতাসে এখন পুজোর গন্ধ। উমার আগমনকে ঘিরে আনন্দে আটখানা হয়ে গিয়েছেন সকলে। রাস্তায় রাস্তায় মানুষের ঢল নেমে গিয়েছে। একটা প্যান্ডেল হপিংও যেন কেউ মিস করতে চাইছে না। সেইসঙ্গে দেদার চলছে হই হুল্লোড়, খাওয়া দাওয়া, আড্ডা। আট থেকে আশি সকলেই পুজোর গন্ধ গায়ে মেখে সকলে আনন্দ উৎসবে সামিল হয়ে গিয়েছেন।
এদিকে উৎসবের আবহে রাজ্যের আবহাওয়া একপ্রকার আমূল বদল গিয়েছে। কখনও গরম তো আবার কখনও ঠাণ্ডা এই চলছে। দুপুরের দিকে যে হারে গরম পড়ছে, সেখানে সন্ধে হলে বা রাত হলেই ৩৬০ ডিগ্রি আবহাওয়া মতিগতি পাল্টে ফেলছে। আজ বৃহস্পতিবার পঞ্চমীর সকাল থেকে আকাশে খটখটে রোদ থাকলেও মাঝে মধ্যে ঠাণ্ডা দমকা হাওয়া এসে যেন জানান দিচ্ছে শীত আসন্ন।
এদিকে মিঠে রোদ গায়ে মেখে সকালের দিকে অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছিলেন। এদিকে দুপুর বাড়তে নতুন করে মানুষ পুজো প্যান্ডেলগুলিতে ভিড় জমাতে শুরু করেছে। তবে আপনিও কি বিকেলের দিকে একটু টুকটাক কেনাকাটি বা প্যান্ডেল হপিং-এর পরিকল্পনা করছেন? আদৌ জানেন কি দুপুরের পরের দিকে বা বিকেলের দিকে শহর কলকাতা সহ রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? তাহলে তা ঝটপট জেনে নিন। বৃষ্টি হবে নাকি খটখটে শুকনো আবহাওয়া থাকবে জেনে নিন দ্রুত।
এই বিষয়ে বড় রকমের তথ্য দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের বিজ্ঞানীদের সাফ কথা, আজ পঞ্চমীতে বাংলার কিছু এলাকায় হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অসুর বৃষ্টি সঙ্গে থাকবেই সকলের উৎসবের আনন্দের মাঝে। এদিন কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।