আকাশে বাতাসে এখন পুজোর গন্ধ। দুর্গাপুজো আসছে, এদিকে রাজ্যে পারদ অনেকটাই কমে গিয়েছে। আকাশে রোদ ঝলমল করছে, সেই সঙ্গে নীল আকাশ দেখা গেছে। মাঝে মধ্যে কালো মেঘ এসে জড়ো হলেও পরে তা সরে যাচ্ছে। বিগত দুদিন ধরে গরম হলেও উত্তরের হালকা শুকনো হাওয়া সকলের গায়ে এসে লাগছে।
সকালে উঠলেই ঘন কুয়াশা ধীরে ধীরে দেখা মিলছে যেন শীত জানান দিচ্ছে যে সে আসছে। এরই মাঝে নতুন করে রাজ্যের আবহাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর হাওয়া অফিস যা আপনারও শুনে রাখা জরুরী। আজ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার আর আজকে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে তা জানতে কি আপনিও ইচ্ছুক? তাহলে শুধুমাত্র আপনার জন্য রইল এই প্রতিবেদনটি ।
বর্তমানে রাজ্যের আবহাওয়া এক প্রকার মনোরমই বলা চলে। এদিকে দুর্গাপুজো আসছে আর মাত্র কয়েকটা দিন বাকি, ইতিমধ্যেই মন্ডপে মন্ডপে দেবী দুর্গার আগমন ঘটেছে। এছাড়া একাধিক পুজো প্যান্ডেলেরও উদ্বোধন হয়ে গেছে। এই অবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন, ফের কি আবহাওয়ার বদল ঘটবে? আবার কি নতুন করে রাজ্যের বৃষ্টির আশঙ্কা রয়েছে? এই নিয়ে অবশেষে বড় মন্তব্য করলেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা।
আজ আছে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে না, চিন্তা করবেন না এই বৃষ্টি দক্ষিণবঙ্গে (South Bengal) কিন্তু হবে না। এই বৃষ্টি হবে উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায়। জানা যাচ্ছে, আজ সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যদিও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টি হবে না।
অন্যদিকে আজ কলকাতা, উত্তর ২৪ পরগনা,হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আজ মোটের ওপর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে।