ঠান্ডা অতীত দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে বৃষ্টি! তোলপাড় করা ওয়েদার আপডেট, নষ্ট শীতের আমেজ

ঘন ঘন রঙ বদলাচ্ছে বাংলার (West Bengal) আবহাওয়া (Weather)। এই কখনো গরম তো এই কখনো ঠান্ডা বা বৃষ্টি। গতকালই কালীপুজো গিয়েছে। রাজ্য জুড়ে এখন শীতল হাওয়া বইছে। শীত শীত অনুভূতি হচ্ছে সাধারণ মানুষের। তবে কালীপুজোর আগে থেকেই রাজ্যের ব্যাপক আবহাওয়া বদল হতে শুরু করেছে। দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজো, ধনতেরাস সবই একপ্রকার নির্বিঘ্নে কেটেছে বাংলার মানুষের। এদিকে কালীপুজোও মোটের উপর নির্বিঘ্নেই কেটেছে। বলা ভালো শীতল আবহাওয়ার মধ্যে দিয়েই সকলের পুজো কেটেছে। হু হু করে বইছে শীতল আবহাওয়া। হু হু করে দিনের ও রাতের পারদ নামছে।

   

আজ সোমবার। আর সপ্তাহের প্রথম দিনই রাজ্যের আবহাওয়া কেমন থাকবে জানেন? আপনিও যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। শীতল আবহাওয়া থাকায় স্বস্তি ফিরেছিল সকলের মধ্যে। তবে নতুন করে সেই সুখ স্থায়ী হল না রাজ্যবাসীর। কারণ ফের একবার এই শীতের আমেজ উধাও হতে চলেছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ নতুন করে চোখ রাখছে ভিলেন নিম্নচাপ। আর এই নিম্নচাপের দাপটে নতুন সপ্তাহে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। যে কারণে চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে, ভাইফোঁটা রয়েছে ১৪ ও ১৫ নভেম্বর। সেই দিনই নিম্মচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার কথা। পরে ১৬ নভেম্বর তা গভীর নিম্নচাপে পরিণত হবে।

wb weather rain

অন্যদিকে আজ সোমবার কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা। এছাড়া আজ ও আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ..বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আবহাওয়া শুষ্ক থাকবে।