হাতের কাছেই রাখুন ছাতা! দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, ভাসতে চলেছে কলকাতা সহ এই ৯ জেলা

দক্ষিণবঙ্গে (South Bengal) বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আরো বেশ কিছু জেলাতে শুরু হবে তুমুল বৃষ্টি। কয়েকদিন আগেই হাওয়া অফিস জানিয়ে দেয় যে, রোববার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়ায় বদল আসছে। কলকাতা এবং শহরতলীর বিস্তীর্ণ এলাকাতেও।
মৌসুম ভবন জানিয়ে দিয়েছে, আগামী ২৪ ঘন্টায় নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল থেকে আবার দক্ষিণবঙ্গের উপকূলে ও পশ্চিমের জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি চলবে তেমন উত্তরবঙ্গেও শুরু হবে ঝড় বৃষ্টি। দিন ও রাতের তাপমাত্রায় বড় কিছু পরিবর্তন আসবেনা।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মালদহ ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। সিকিম ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলাই থাকবে। যদিও আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম কিন্তু আগামীকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম-মঙ্গলবার দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার থেকে বদলাবে আবহাওয়া।
রবিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলে ও পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি। জানিয়ে রাখি, উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার কারণে বৃষ্টি চলবে।