আজ থেকে তুমুল বদল আবহাওয়ায়, চারিদিকে ঝড়-বৃষ্টির তাণ্ডব! দক্ষিণবঙ্গের কোথায় কোথায় দুর্যোগ?

সত্যিই হল আবহাওয়া দফতরের আশঙ্কা। সপ্তাহান্তে আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি নামল দক্ষিণবঙ্গে (South Bengal)। আজ শনিবার ভোর থেকেই কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের একের পর এক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। গতকাল রাতেই ক্ষণিকের বৃষ্টিতে ভিজেছিল তিলোত্তমা। এদিকে গত কয়েকদিন ধরেই আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে পূর্বাভাস দেওয়াই হচ্ছিল যে শনিবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। হলেও তাই। এখনই এই বৃষ্টির হাত থেকে যথারীতি রেহাই মিলবে না বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

ঝড়, বৃষ্টির ব্যাপক দাপট চলবে এখন কয়েকদিন। হাওয়া অফিস বলছে, আজ থেকে আরও বাড়বে বৃষ্টির পরিমান। এদিন প্রায় রাজ্যের সমস্ত জেলাই কম-বেশি ঝড়- বৃষ্টিতে ভিজতে চলেছে। সতর্কতা অবধি জারি করা হয়েছে একাধিক জেলায়। এদিন একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে। এদিকে সকাল থেকে আচমকা বৃষ্টির কারণে চরম সমস্যায় পড়েছেন অফিস যাত্রী থেকে শুরু করে পড়ুয়ারা। কার্যত অনেককেই কাকভেজা হয়ে নিজেদের গন্তব্যস্থলে যেতে হচ্ছে। কেউ কেউ বৃষ্টির আনন্দ নিচ্ছেন আবার কেউ কেউ বৃষ্টিকে গালমন্দ অবধি করছে।

যাইহোক, আজ শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। যদিও বিশেষ কয়েকটি জেলার ক্ষেত্রে চরম সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

weather rain

যেমন বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনাতে। এই জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টির পরিমাণ বাড়বে। হু হু করে কমবে রাজ্যের পারদও। এদিকে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।