সকাল থেকে ভ্যাপসা গরম। এই গরমের মাঝে রাস্তায় বেরিয়ে রীতিমতো কালঘাম ছুট যাচ্ছে শহরের মানুষের। শুধু শহরের মানুষ বলে ভুল হবে গোটা দক্ষিণবঙ্গ (South Bengal) তীব্র দহন জ্বালায় জ্বলছে। তবে হঠাৎ করেই যেন চোখ পাল্টি করল আবহাওয়া। ঘন কালো মেঘে ইতিমধ্যেই আকাশ ঢেকে গিয়েছে। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে বলে মনে করা হচ্ছে। আপনার কাছে কি ছাতা আছে? না থাকলে তবে বিপদে পড়তে পারেন। ইতিমধ্যেই ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে শুরু করে দিয়েছে। তবে এখনই রেহাই মিলবে না দুপুর গড়িয়ে বিকেল হতেই চেপে বৃষ্টি আসে চলেছে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে। কুচকুচে কালো মেঘে ঢেকে গেছে আকাশ।
আবহাওয়া নিয়ে বড়সড় তথ্য দিয়েছে আলিপুর মৌসম ভবন। বঙ্গোপসাগরে নতুন করে এক ঘূর্ণাবর্ত-এর সৃষ্টি হয়েছে। আর এই ঘূর্ণাবর্ত-এর দাপটেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রবল বর্ষণে ভাসবে। আজ বিকেলের মধ্যেই একাধিক জেলায় প্রবল বৃষ্টি ধেয়ে আসছে বলে পূর্বাভাস জারি করা হয়েছে।
বলা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া, কলকাতা, মেদিনীপুর, দুই ২৪ পরগণা ও হুগলি জেলায় ব্যাপক বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। আগামী কয়েকদিন এই জেলাগুলিতে বৃষ্টির দাপট চলবে বলে খবর। এই জেলাগুলোর ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া আগামী বৃহস্পতিবারও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাত হবে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট চলবে বলে খবর।