বঙ্গোপসাগরে ফুঁসছে আরেক ঘূর্ণাবর্ত! মুহূর্তেই বদলে যাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগ

মুহূর্তে মুহূর্তে রঙ পালটাচ্ছে রাজ্যের (West Bengal) আবহাওয়া (Weather)। কখনো গরম কখনো বৃষ্টি, আবার কখনো ঝড়ো হাওয়া। একপ্রকার আবহাওয়া খামখেয়ালীপনার সাক্ষী থাকছেন গোটা রাজ্যের মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার ৯ সেপ্টেম্বর থেকে বৃষ্টি কমার ইঙ্গিত দেওয়া হয়েছিল, কিন্তু কোথায় কি? বরং উল্টে বেড়ে গেল বৃষ্টির পরিমাণ। আজ ভোর থেকেই শুরু হয়েছিল তুমুল বৃষ্টি। এক ধাক্কায় কলকাতার শহর ও আশেপাশের জেলাগুলিতে অনেকটাই পারদ পতন ঘটেছে।

যদিও এখনই থামছে না এই বৃষ্টির তান্ডবলীলা। অন্তত তেমনি ইঙ্গিত দিল আলিপুর মৌসম ভবন। আপনিও যদি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করে থাকেন তাহলে বেরোনোর আগে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত, নইলে বিপদে পড়বেন আপনিই। আজ আবারও একবার কলকাতা সহ একাধিক জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তুমুল বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর মৌসম ভবন। কলকাতা বৃষ্টি হলে একাধিক জায়গায় জল জমার সম্ভাবনা রয়ে গেছে। আর ঝেপে বৃষ্টি হলেও আগামীকাল অর্থাৎ ১০ সেপ্টেম্বর থেকে তিলোত্তমার পারদ কিছুটা হলেও চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

যদিও এখনই কিন্তু রেহাই মিলছে না। বঙ্গোপসাগরে (Bay Of Bengal) নতুন করে একটি ঘূর্ণাবর্ত (Vortex) তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যার অভিমুখ হবে ওড়িশার দিকে। যে কারণে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) আবারও বাড়বে বৃষ্টির পরিমাণ। চলবে রবিবার অবধি। জেলায় জেলায় ভারী বৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।

hood weather

শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়ায়। শুধু তাই নয়, আজ ঝেঁপে বৃষ্টি নামবে বসিরহাট, সল্টলেক, কলকাতা, দমদম, বালী, হাওড়া, আমতা, বাগনান, উলুবেড়িয়া, ডায়মন্ডহারবার, ক্যানিং, তমলুক, হলদিয়া, খেজুড়ি, সাগরদ্বীপ, কাঁথি, মন্দারমণি, দিঘা, তাজপুরে। জানা যাচ্ছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর থেকে উত্তরবঙ্গের দিকে যাবে। অক্ষরেখা উত্তরের দিকে সরলে দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে।  এর জেরে রাজ্যের আকাশে কালো মেঘের ঘনঘটা চোখে পড়ছে।